এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,২৩ আগস্ট : মুসলমানদের নবী মুহাম্মদকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংকে গ্রেফতার করল তেলেঙ্গানার পুলিশ । জানা গেছে,তেলেঙ্গানার শাসকদল টিআরএসের কার্যকরী সভাপতি ও রাজ্য সরকারের মন্ত্রী কেটি রামরামের উদ্যোগে হায়দ্রাবাদে কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকীর একটি শোয়ের আয়োজন করা হয়েছিল । যার তীব্র বিরোধিতা করেছিলেন টি রাজা সিং। প্রায় ৫০ জন সমর্থককে সঙ্গে নিয়ে তিনি মুনাউয়ার ফারুকীর শো-এর জায়গায় পৌঁছান । কিন্তু পুলিশ সবাইকে হেফাজতে নেয় । এরপরে বিধায়ক টি রাজা সিং একটি ভিডিও তৈরি করে মুসলিমদের নবী মোহাম্মদকে নিয়ে মন্তব্য করেন । যার পরে সোশ্যাল মিডিয়ায় অ্যারেস্ট রাজা সিং হ্যাশট্যাগ ট্রেন্ড শুরু হয় । তেলেঙ্গানায় তাঁর নামে এফআইআর নথিভুক্ত করা হয় । শুধু তাই নয়,তাঁর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশে ‘সর তন সে জুদা’ এর মতো আপত্তিকর স্লোগানও ওঠে বলে খবর । শেষ পর্যন্ত টি রাজা সিংকে গ্রেফতার করল পুলিশ ।
দক্ষিণ ভারতে হিন্দুত্বের অন্যতম পরিচিত মুখ হিসাবে পরিচিত টি রাজা সিং । আগে তিনি তেলেগু দেশম পার্টির সঙ্গে যুক্ত ছিলেন । তিনি এখন বিজেপিতে । ২০১৪ সাল থেকে হায়দরাবাদের গোশামহল বিধানসভা আসনের বিজেপি বিধায়ক টি রাজা সিং । তেলেঙ্গানা বিধানসভায় বিজেপির চিফ হুইপ ছিলেন বছর পঁপয়তাল্লিশের এই রাজনীতিবিদ । ইসলাম কট্টরপন্থার কট্টর সমালোচক হিসাবে পরিচিত রাজা সিং । তিনি এববার মুসলমানদের বিশ্বাসঘাতক বলে বিতর্কে জড়িয়েছিলেন । রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ বন্ধে গুলি করে মারার পরামর্শ দিয়েছিলেন । তিনি ইসলাম সম্পর্কে বহু বিতর্কিত মন্তব্য করেছেন । তাঁর এই মন্তব্যের কারনে ২০২০ সালে তাঁকে ‘বিপজ্জনক ব্যক্তি’ তকমা দিয়ে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছিল ।।