এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ(পাকিস্থান),২২ আগস্ট : ধর্মনিন্দার নামে এক হিন্দু সাফাইকর্মীকে পিটিয়ে মারার চেষ্টার ঘটনা ঘটল পাকিস্থানে । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । পাকিস্তানি সাংবাদিক ও কলামিস্ট নায়লা ইনায়াতের শেয়ার করা ওই ভিডিওতে দেখা গেছে, শতশত ধর্মান্ধ মানুষ একটি অ্যাপার্টমেন্ট ভবনের চারপাশে জড়ো হয়েছে । তাদের মধ্যে বেশ কিছু যুবক রেলিং বেয়ে উপরে উঠছে । ভবনের দু’তলার বারান্দায় আতঙ্কিত অবস্থায় ঘোরাঘুরি করছেন এক ব্যক্তি । শেষে পুলিশ গিয়ে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করে দিলে তাঁর প্রাণ বাঁচে । জানা গেছে,যে ব্যক্তিকে মুসলিম ধর্মান্ধরা টার্গেট করেছিলেন তাঁর নাম অশোক কুমার । তিনি পেশায় সাফাইকর্মী ।
নায়লা অন্য একটি টুইটে লিখেছেন,’হায়দরাবাদের হিন্দু সাফাইকর্মী অশোক কুমারের (Ashok Kumar) বিরুদ্ধে কোরান অবমাননার অভিযোগে ২৯৫ বি-এর অধীনে মামলা রজু করা হয়েছে । বিলাল আব্বাসি (Bilal Abbasi) নামে একজন দোকানদারের সঙ্গে ঝগড়ার পরেই এই অভিযোগ ওঠে । ওই দোকানদারই কুমারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ।’
এদিকে অভিযোগের ভিত্তিতে অশোক কুমারকে গ্রেফতার করেছে পাকিস্থানের হায়দ্রাবাদের পুলিশ । তবে স্থানীয় হিন্দুদের দাবি,অশোক কুমারের সঙ্গে ঝামেলার জেরে তাকে প্রাণে মারার ষড়যন্ত্র করেছিল বিলাল আব্বাসি নামে ওই ব্যবসায়ী । সেই উদ্দেশ্যে সে অশোক কুমারের বিরুদ্ধে কোরান অবমাননার অভিযোগ তুলে প্রথমে থানায় অভিযোগ দায়ের করে । তারপর ধর্মান্ধ জনতাকে উসকে দেয় বিলাল ।।