এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২২ আগস্ট : হু হু করে বেড়ে চলেছে রোহিঙ্গাদের সংখ্যা । বছরে নুন্যতম ৩০ হাজার রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে । আর এই বিপুল জনসংখ্যা বৃদ্ধি দেখে কপালে ভাঁজ পড়ে গেছে বাংলাদেশের । পরিস্থিতি বেগতিক বুঝে এখন জাতিসংঘের দ্বারস্থ হয়েছে শেখ হাসিনা সরকার ।জাতিসংঘকে তারা অনুরোধ জানিয়েছেন রোহিঙ্গাদের পরিবার পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হওয়ার জন্য ।
রবিবার বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গাদের নিয়ে জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) ৩৯ তম বৈঠক বসেছিল ঢাকায় । বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন । তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীসহ সংশ্নিষ্ট অঙ্গ সংস্থার প্রতিনিধি, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা । বৈঠক শেষে মাসুদ বিন মোমেন বলেন, ‘প্রতিবছর বাংলাদেশে রেহিঙ্গা জনসংখ্যা দ্রুত হারে বেড়ে চলেছে । বাংলাদেশের কাছে ১১ লাখ রোহিঙ্গার একটি হিসাব ছিল । এদিকে প্রতি বছরে ৩০ হাজার করে রোহিঙ্গা বাড়ছে । ফলে গত ৪ বছরে এক লাখের বেশি রোহিঙ্গা যোগ হয়েছে বলে মনে করা হচ্ছে ।’ তবে রোহিঙ্গাদের নতুন করে কোনো শুমারি না হওয়ায় সঠিক সংখ্যা বলা সম্ভব নয় বলে তিনি জানান । তিনি আরও বলেন,’জাতিসংঘের জনসংখ্যা তহবিলকে (ইউএনএফপিএ) রোহিঙ্গাদের পরিবার পরিকল্পনার কাজগুলো জোরদার করার জন্য অনুরোধ করা হয়েছে ।’ পাশাপাশি এদিনের বৈঠকে রোহিঙ্গাদের দেশে ফেরানোর বিষয়টিতে জোর দেওয়া হয়েছে বলে তিনি জানান ।।