এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,২১ আগস্ট : সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি রোধ করতে আসাম সরকার পরীক্ষার ৪ ঘন্টা সময় ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । আসামে গ্রেড-৩, গ্রেড-৪ প্রভৃতি মিলে ২৭,০০০ সরকারি পদে নিয়োগের পরীক্ষা চলবে ৩ দিন ধরে । আজ রবিবার ছিল প্রথম দিন । পরবর্তী পরীক্ষা হবে ২৮ আগস্ট ও ১১ সেপ্টেম্বর । প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে । পরীক্ষায় যাতে কোনো প্রকার জালিয়াতি না হয় তার জন্য পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রগুলির চারপাশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
পাশাপাশি পরীক্ষার্থীদের পাশাপাশি পরিদর্শকদের পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেট বহন করতে নিষেধ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রের ইনচার্জকে পরীক্ষা কেন্দ্রের ভিডিও গ্রাফ করার নির্দেশ দেওয়া হয়েছে ।
এদিকে আসাম সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস (AIPC) এর আসাম ইউনিট । সংগঠনের সভাপতি গৌরব সোমানি বলেছেন,’সরকারের এই সিদ্ধান্তে লোকেরা অনলাইন পেমেন্ট করতে পারছেন না । রাজ্যের অনেক জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে অনলাইন পেমেন্ট এবং কার্ড পেমেন্ট হচ্ছে না । ফলে মানুষ প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছে । অনলাইন কোচিং ও টিউশন ক্লাস বন্ধ রাখতে হয়েছে ।’ তিনি রাজ্য সরকারকে ইন্টারনেট নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহার করে পরীক্ষাকেন্দ্রে নজরদারির বিকল্প ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন ।।