এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২১ আগস্ট : রাশিয়ার
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী তথা দার্শনিক এবং রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ডুগিনের (Alexander Dugin,60) মেয়ে দরিয়া ডুগিনের (Daria Dugin) গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে খুন করল দুষ্কৃতীরা । শনিবার রাতে মস্কো অঞ্চলের বলশি ভ্যাজেমি(Bolshie Vyazemy) গ্রামের কাছ দিয়ে যাওয়ার সময় দরিয়ার ল্যান্ড ক্রুজার প্রাডোতে ( Land Cruiser Prado) বিস্ফোরিণ হয় । চালক ও দরিয়া দু’জনেই ঘটনাস্থলেই মারা যান । তবে হামলাকারীদের টার্গেট দারিয়ার বাবা আলেকজান্ডার ছিলেন বলে মনে করা হচ্ছে ।
আলেকজান্ডার ডুগিন ‘পুতিনের মস্তিষ্ক’ নামেও পরিচিত । তাঁকে ক্রিমিয়া ও ইউক্রেনে হামলার মূল পরিকল্পনাকারী বলা হয় । ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র আলেকজান্ডারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এছাড়া ক্রিমিয়া দখলের প্রতিবাদে ইউরোপের কয়েকটি দেশ তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে । ইউক্রেন আক্রমণের পরে ব্রিটেন কর্তৃক নিষিদ্ধ রাশিয়ানদের মধ্যে ছিলেন আলেকজান্ডার ডুগিন ও তাঁর মেয়ে পেশায় লেখিকা দরিয়া ডুগিন । এই হামলার পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে ৷।