একদিন ওয়েবডেস্ক,২১ আগস্ট : ইউরোপের বিভিন্ন দেশে এখন তীব্র খরা পরিস্থিতি চলছে । কয়েক দশকের মধ্যে এমন খরা পরিস্থিতি দেখেনি স্পেন, জার্মানি,ইতালির মতো পশ্চিমি দেশিগুলি । শুকিয়ে যাচ্ছে নদ-নদী,হ্রদীর জল । আর নদীর জল শুকতেই বেরিয়ে আসছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন । স্পেনের মধ্যাঞ্চলীয় প্রদেশ কাসেরেসের ভালদেকানাস রিজার্ভারের জলস্তর ২৮ শতাংশ কমে গেছে । রিজার্ভারের কোনো কোন জায়গায় তলদেশ বেড়িয়ে এসেছে । আর তার ফলে রিজার্ভারের এক কোনে দেখা দিয়েছে ‘স্প্যানিশ স্টোনহেঞ্জ’ নামের একটি চক্রাকার পাথর । খরা পরিস্থিতির কারনে উদ্বেগের সৃষ্টি হলেও স্প্যানিশ স্টোনহেঞ্জ ভেসে ওঠায় উচ্ছ্বসিত প্রত্নতাত্ত্বিকরা ।
এদিকে জার্মানির রাইন নদী শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে ‘হাঙ্গার স্টোনস’ নামের পাথর চক্র ।পাথরগুলোতে লেখা রয়েছে তারিখ ও নাম । জার্মানির দানিয়ুব নদীর জলস্তর এক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছে গেছে । ফলে সার্বিয়ার বন্দর নগরী প্রাহোভোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহৃত অন্তত ২০টি জাহাজের ধ্বংসাবশেষ ভেসে উঠেছে । প্রসঙ্গত,ওই জাহাজগুলি ১৯৪৪ সালে তৎকালীন সোভিয়েত বাহিনীর তাড়া খেয়ে পালাতে গিয়ে দানিয়ুব নদীতে ডুবে যায় । অন্যদিকে ইতালির পো নদীর জলস্তর কমে যাওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে ।।