এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২১ আগস্ট : ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সেনাদের উপর বিষ প্রয়োগের অভিযোগ তুলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক । শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়,জুলাইয়ের শেষ দিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রাশিয়া নিয়ন্ত্রিত অংশে কিছু তাঁদের সেনাকর্মীদের উপর বিষ প্রয়োগ করেছিল ইউক্রেন ।
রুশ প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, গত ৩১ জুলাই তাঁদের কয়েকজন সেনা জওয়ানের মধ্যে গুরুতর বিষক্রিয়ার লক্ষণ দেখা গিয়েছিল । তারপর তাঁদের একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । পরীক্ষায় তাদের শরীরে বোটুলিনাম টক্সিন জাতীয় বিষাক্ত পদার্থ পাওয়া যায় । তবে কতজন সেনা আক্রান্ত হয়েছে তা জানানো হয়নি । উল্লেখ্য,বোটুলিনাম টক্সিন টাইপ বি হল একটি নিউরোটক্সিন, যা খাদ্যের সাথে শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে । ক্রেমলিনের অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জীবাণু সন্ত্রাস চালাচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে এ বিষয়ে প্রমাণপত্র প্রস্তুত করা হচ্ছে । অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক রাশিয়ার অভিযোগের কোনো জবাব দেয়নি । তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো টেলিগ্রাম মেসেজে লিখেছেন,মেয়াদোত্তীর্ণ টিনজাত মাংস খাওয়ার কারণে কথিত বিষক্রিয়া ঘটতে পারে। কারন এসব টিনজাত মাংসে প্রায়শই বোটুলিনাম টক্সিন পাওয়া যায় ।’ প্রসঙ্গত,যুদ্ধ শুরুর পর থেকেই প্রক্রিয়াজাত খাবারের উপরেই মূলত নির্ভর করে আছে রুশ সেনা ।।