এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৯ আগস্ট : কর্নাটকে শিক্ষা প্রতিষ্ঠানে গণেশ চতুর্থী উদযাপনের অনুমতি দেওয়ায় নামাজ পড়া ও মুসলিম উৎসব উদযাপনের জন্য আলাদা ঘর দাবি করল ওয়াকফ বোর্ড । শুধু তাইই নয়,কট্টরপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর ছাত্র শাখা ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়ার (সিএফআই) রাজ্য সভাপতি আথাভুল্লা পুঞ্জালকাট্টে কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশের পদত্যাগেরও দাবি জানিয়েছেন ।
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে একটি প্রেস কনফারেন্সে নাগেশ বলেছিলেন,’প্রতিবছরের মতো এবারেও গণেশ চতুর্থী উদযাপনের জন্য বিদ্যালয়গুলির সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে । এটি কোনো ধর্মীয় অনুষ্টান নয়,বরঞ্চ এই পূজোর মাধ্যনে সমাজ একত্রিত হয় ।’ তিনি আরও বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই স্কুলগুলোতে গণেশ চতুর্থী উদযাপন হত । স্বাধীনতা আন্দোলনের অস্ত্র হিসেবে এদেশে গণেশোৎসব শুরু হয়েছিল। আগে বাড়িতে বাড়িতে গণপতির পূজা হতো । বাল গঙ্গাধর তিলকের ডাকে স্কুল, হোস্টেল ও সর্বজনীন স্থানে গণপতি উৎসব শুরু হয়। এই ধরনের ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এবং তা বন্ধ করার প্রশ্নই আসে না । আমরা ধর্মীয় অনুশীলনের জন্য নতুন কোনো অনুমতি দিইনি ।’
যদিও মন্ত্রীর এই সিদ্ধানের বিরোধিতা করেছে মুসলিম সংগঠনগুলি । ওয়াকফ বোর্ডের তরফ থেকে নামাজ পড়া ও অনুষ্ঠান উদযাপনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি আলাদা ঘর নির্দিষ্ট করে দেওয়ার দাবি তোলা হয়েছে । তবে মুসলিম সংগঠনের এই দাবি না মানার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন শ্রী রাম সেনা প্রধান প্রমোদ মুথালিক । তাঁর কথায়,’আজ ওরা স্কুলে নামাজের অনুমতি চাইছে, আগামীকাল শুক্রবারের জন্য ছুটি চাইবে । সরকার যেন স্কুলে ইসলামিকরণের অনুমতি না দেয় ।’।