এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৯ আগস্ট : কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের অবস্থা খুবই সঙ্কটজনক । দিল্লির AIIMS (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস) এ টানা দশ দিন ধরে চিকিৎসা চলছে তাঁর । কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি । ১৮ আগস্ট শুক্রবার চিকিৎসকরা জানিয়েছিলেন, রাজুর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তিনি এখন পুরোপুরি অক্সিজেন সাপোর্টে আছেন। চিকিৎসকরা তাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করছেন । এই পরিস্থিতিতে কিছু কিছু ব্যক্তি বা সংবাদ মাধ্যমে রাজু শ্রীবাস্তবের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ । ওই সমস্ত সংবাদ মাধ্যম বা ব্যক্তিদের কাছে গুজব না ছড়ানোর জন্য আবেদন জানালেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তব । তিনি বলেন, ‘আমার স্বামীর অবস্থা শঙ্কটজনক । চিকিৎসকরা তাদের কাজ করছেন । তাঁদের উপর আমাদের বিশ্বাস আছে । রাজুজী একজন যোদ্ধা । তিনি অবশ্যই এই যুদ্ধে জয়ী হবেন এবং ভক্তদের আবারও বিনোদন দেবেন । এটা আপনাদের সবার কাছে আমার প্রতিজ্ঞা । পাশাপাশি শিখাদেবী তাঁর স্বামীর স্বাস্থ্য নিয়ে গুজব ছড়ানো বন্ধ করার জন্য মানুষের কাছে আবেদন জানান ।
রাজুর বন্ধু এহসান কোরেশি বলেন, ‘রাজু অচেতন অবস্থায় রয়েছে । তাঁর মস্তিষ্ক সাড়া দিচ্ছে না । তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ার পর চিকিৎসকরা বলেছেন, এখন শুধু প্রার্থনাই কিছু করতে পারে । তাই দোয়া করুন রাজু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন ।’ প্রসঙ্গত,গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন ৫৮ বর্ষীয় রাজু শ্রীবাস্তব । তাঁকে নয়াদিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছিল । কিন্তু দূর্ভাগ্যবশত তাঁর স্বাস্থ্যের ক্রম অবনতি হচ্ছে । দেশের বিভিন্ন প্রান্তের তাঁর অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করছেন ।।