এইদিন ওয়েবডেস্ক,হারারে(জিম্বাবুয়ে),১৮ আগস্ট :
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারালো ভারত। বৃহস্পতিবার হারারের স্পোর্টস পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৪০.৩ ওভারে ১৮৯ রানে গুটিয়ে যায় । জবাবি ব্যাটিং করতে নেমে ১১৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই দিপক চাহারের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়তে হয় জিম্বাবুয়েকে । মাত্র ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তাঁরা। এরপর সিকান্দার রাজাকে নিয়ে ৩৫ রানের জুটি গড়ে কিছুটা হলেও প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক রেগিস চাকাভা । এই জুটি ভাঙেন প্রসিধ কৃষ্ণা। এরপর ফের নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে ।
তবে নবম উইকেটে রিচার্ড এনগাভারাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা চালান ব্রাড ইভান্স। ৭০ রানের জুটিও গড়েছিলেন তাঁরা । ভারতের বিপক্ষে নবম উইকেটে এটাই জিম্বাবুয়ের সর্বোচ্চ জুটি । শেষে প্রসিধের বলের এনগাভারা বোল্ড হয়ে যান । ১৮৯ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস ।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক চাকাভা। ৩৪ রান করেন গাভারা। এছাড়া ইভান্স ৩৩ রান করে অপরাজিত থাকেন। এই তিনজন ছাড়া আর কোনো ব্যাটাসম্যান ১৫ রানের গণ্ডিও টপকাতে পারেননি । ভারতের পক্ষে ৩ টি করে উইকেট নিয়েছেন দিপক চাহার, প্রসিধ কৃষ্ণা ও স্পিনার অক্ষর প্যাটেল ।
এদিকে ভারতের দুই ওপেনার শেখর ধাওয়ান ও শুভমান গিলের অসাধারণ ব্যাটিং-এর জোরেই হেসেখেলে জয় পায় ভারত । দুইজনই এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু দু’জনকেই আশির কোটা পার করে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয় ।তবে শেন উইলিয়ামসের করা ১৩তম ওভারে স্কয়ার লেগে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন ধাওয়ান । তখন তিনি ৩২ রানে ব্যাট করছিলেন । কিন্তু ব্রাড ইভান্স সেই সুযোগ নষ্ট করেন ।।