এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৮ আগস্ট : বৃহস্পতিবার মহারাষ্ট্রের রায়গড় জেলায় হরিহরেশ্বর উপকূলে সন্দেহভাজন একটি নৌকা থেকে তিনটি AK-47 সহ অনেক বিপজ্জনক অস্ত্র উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । মুম্বাইয়ে ২৬/১১ হামলার কথা মাথায় রেখে রায়গড় জেলায় হাই অ্যালার্টও জারি করেছে পুলিশ ।
এই বিষয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এদিন বিধানসভায় বলেছেন,’এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই নৌকার নাম ‘লেডিহান’। হানা লারদাগান নামের এক মহিলা এই নৌকার মালিক। মহিলার স্বামী জেমস হারবাট এই নৌকার ক্যাপ্টেন । ওই দম্পতি অস্ট্রেলিয়ার নাগরিক । তাঁরা ইঞ্জিন চালিত ওই নৌকায় চড়ে ওমানের মাস্কাট থেকে ইউরোপে যাচ্ছিলেন । কিন্তু চলতি বছরের ২৬ জুন সকাল ১০ টা নাগাদ নৌকার ইঞ্জিনটি বিকল হয়ে যায় । ওইদিন বেলা ১টার দিকে কোরিয়ান নেভি এই ‘লেডিহান’ নৌকায় আটকে পড়া নাবিকদের উদ্ধার করে ওমানে ছেড়ে দেয় । তারপর সাগরে ঝড়ের কারণে নৌকাটি ভাসতে ভাসতে হরিহরেশ্বরে পৌঁছায় । রায়গড় পুলিশ এবং অ্যান্টি টেররিস্ট স্কোয়াড যৌথভাবে বিষয়টি তদন্ত করছে ।’
তিনি আরও বলেন,’দহিহান্ডি ও গণপতি উৎসবকে সামনে রেখে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা ভারতীয় কোস্ট গার্ড এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থার সাথে ক্রমাগত যোগাযোগ করছি ।’।