প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৮ আগষ্ট : একই দিনে পৃথক দুই স্টেশনে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষক ও এই প্রৌঢ়র । বৃহস্পতিবার দুর্ঘটনাগুলি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি ও বর্ধমান স্টেশনে। মৃতরা হলেন অলোক কুমার ভট্টাচার্য (৫৬) ও সেখ শুকুর আলী (৭০)। প্রথম জনের বাড়ি জেলার রায়না থানার মেড়াল গ্রামে ।অপর মৃত সেখ শুকুর বীরভূমের মাড়গ্রামের বাসিন্দা। রেল পুলিশ এই মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে ।ময়নাতদন্তের জন্য দুটি মৃতদেহ পাঠানো হয় বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে ।
রেল পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে , মেড়াল নিবাসী অলোক কুমার ভট্টাচার্য পূর্ব রেলের আসানসোল রেল স্কুলের শিক্ষক। স্কুলে যাওয়ার জন্য এদিন সকালে তিনি বর্ধমান স্টেশনে পৌছান । বর্ধমান স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে আসানসোল গামী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে তিনি পড়ে গিয়ে জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।সেখানে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক অলোক ভট্টাচার্য কে মৃত বলে ঘোষণা করেন ।
অপর দুর্ঘটনাটি প্রায় একই সময়ে ঘটে হাওড়া বর্ধমান মেইন শাখার মেমারি স্টেশনে ।পরিবার সদস্যদের কথায় জানা গিয়েছে বীরভূমের মাড়গ্রামের বাসিন্দা সেখ শুকুর দিন দুই আগে স্ত্রী আসলেমা বেগম কে সঙ্গে নিয়ে কলকাতায় বড় ছেলের বাড়িতে যান । সেখান থেকে বুধবার মেমারির খাসপাড়া তে ছোট ছেলের বাড়িতে বেড়াতে আসেন ।সেখান থেকে নিজের বাড়িতে ফেরার জন্য এদিন সকালে তিনি মেমারি স্টেশনের উদ্দেশ্যে রওনা হন।রেল লাইন পার হয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে যাবার সময় মালগাড়ির ধাক্কায় শুকুর আলীর দেহ ছিন্নভিন্ন হয়ে যায় । বরাত জোরে প্রাণে বেঁচে যান তাঁর স্ত্রী ।।