এইদিন ওয়েবডেস্ক,সোমালিয়া,১৮ আগস্ট : সোমালিয়ায় মার্কিন ড্রোন হামলায় খতম হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন আল-শাবাবের ১৩ জন জঙ্গি । সোমালিয়ার ফেডারেল সরকার ও মার্কিন আফ্রিকা কমান্ডের এই যৌথ অভিযানটি চালানো হয়েছিল গত মঙ্গলবার । গত রবিবার(১৪ আগস্ট ২০২২) সোমালিয়ার তিদানের অনতিদূরে সোমালি ন্যাশনাল আর্মি বাহিনীর ওপর হামলা চালিয়েছিল আল শাবাব । আর তারপরেই এই অভিযান চালানো হয় । তবে যৌথ অভিযানে কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি বলে আফ্রিকান কমান্ড পাবলিক অ্যাফেয়ার্স-এর তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে । মার্কিন কমান্ড বিবৃতিতে বলেছে, আল শাবাবের সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করছে । এই প্রকার সহিংস চরমপন্থী সংগঠনগুলো সোমালি জনগণ, আঞ্চলিক এবং মার্কিন স্বার্থের জন্য দীর্ঘমেয়াদি হুমকি স্বরূপ ।
প্রসঙ্গত,হারাকাত আল-শাবাব আল মুজাহিদিন বা সংক্ষেপে আল শাবাব নামে পরিচিত। এটি কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার সাথে যুক্ত । এছাড়া ইসলামিক মাগরেব এবং বোকো হারামের মতো ভয়ঙ্কর সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গেও এর যোগাযোগ রয়েছে । আল-শাবাবের সদস্য সংখ্যা আনুমানিক ১০ হাজারের মতো । পূর্ব আফ্রিকা বিশেষ করে সোমালিয়াভিত্তিক এই সন্ত্রাসবাদী সংগঠনটি জিহাদের নামে নির্বিচারে মানুষকে খুন করে যাচ্ছে । মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মে মাসে সোমালিয়ায় বিশেষ অপারেশন চালানোর জন্য কয়েকশ মার্কিন সেনা পাঠানোর অনুমোদন দেন। এরপর থেকেই শাবাব বাহিনীর বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে । জুলাই মাসে যৌথ বাহিনীর বিমান হামলায় দুই আল-শাবাব সন্ত্রাসবাদীকে খতম করা হয় ।।