প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৭আগষ্ট : গরু পাচার মামলায় সিবিআই গ্রেপ্তার করেছে বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে । গ্রেপ্তারির পর গত ১৩ আগষ্ট অনুব্রত ও তাঁর মেয়ের বিরুদ্ধে মুখ খোলেন পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার নিত্যানন্দ চট্টোপাধ্যায় । ২০২০ সালে বিজেপিতে যোগ দেওয়া নিত্যানন্দবাবু ওই দিন দাবি করেন, ‘তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে যেভাবে পরিচালনা করেছে সেই ভাবেই অনুব্রত পরিচালিত হয়েছে। মাথায় অক্সিজেন যায় না বলে বলে জানিয়ে শুধু প্রশংসা করে অনুব্রতকে ডাকাতে পরিণত করেছে মমতা । মাথায় অক্সিজেন না যাওয়া সত্বেও অনুব্রত ৫ হাজার কোটি টাকার মালিক হয়েগেল । দুশো আড়াইশোটা খুনের আসামী হয়ে গেল । তাহলে মাথায় যদি অক্সিজেন যেত তবে কি না করতো ।’
নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনুন :
অনুব্রতর মেয়ে একদিনও শিক্ষকতা করতে যায়নি বলে ওইদিন অভিযোগ করেন নিত্যানন্দবাবু । একই সঙ্গে তিনি জানিয়েছিলেন,অনুব্রতর মেয়ে শুধু রাইসমিলে বসে ম্যানেজারি করে । বিজেপি নেতা নিত্যানন্দবাবু অভিযোগ করে কার্যত রাজনৈতিক মহলে হইচই ফেলে দিয়েছিলেন । এরপর চারদিন কাটতে না কাটতে বুধবার সিবিআই ও ইডি অনুব্রতর ব্যাঙ্ক ব্যালেন্স ও তাঁর মেয়ের চাকরি নিয়ে যা যা পদক্ষেপ নিল তা জেনে কার্যতই আপ্লুত নিত্যানন্দ চট্টোপাধ্যায় । এদিন বুধবার নিত্যানন্দ বাবু বলেন, ‘১৩ আগষ্ট তিনি যা বলেন তা অক্ষরে অক্ষরে সত্য ছিল সেটাই এবার প্রমাণ হচ্ছে ।’।