এইদিন ওয়েবডেস্ক,আমেথি(উত্তরপ্রদেশ),১৭ আগস্ট : উত্তরপ্রদেশের আমেঠিতে তৈরি AK-203 অ্যাসল্ট রাইফেল এল সেনাবাহিনীর হাতে । রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় মোদি সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে তৈরি এই রাইফেলের প্রথম খেপ মঙ্গলবার সেনাবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালে যখন ঘোষণা করেছিলেন যে উত্তর প্রদেশের আমেঠি জেলাকে AK-203 রাফেল দিয়ে চিহ্নিত করা হবে, তখন বিরোধী দলগুলো একে নিছক জুমলা বলে বিদ্রুপ করেছিল । অবশেষে কংগ্রেসসহ বিরোধী দলগুলির সেই বিদ্রুপের জবাব দিয়ে মোদীর আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এক ধাপ এগিয়ে গেল দেশ ।
AK-203 অ্যাসল্ট রাইফেল আমেঠির হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) কোরওয়া ক্যাম্পাসের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা হচ্ছে। এটি রাশিয়ার কালাশনিকভ সিরিজের সবচেয়ে উন্নত রাইফেল । বিশ্বের সেরা রাইফেলগুলির মধ্যে ধরা হয় AK-203 অ্যাসল্ট রাইফেলকে । এটি ইনসাসের (INSAS) চেয়ে ছোট এবং হালকা । ৭০৫ এমএম লম্বা এবং ৩.৮ কেজি ওজন বিশিষ্ট এই রাইফেলকে ইনসাসের চেয়ে আরও ঘাতক ও কার্যকরী । এই রাইফেলগুলি কাশ্মীর উপত্যকায় বিদ্রোহ বিরোধী অভিযানে ভারতীয় সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । ইনসাস রাইফেলের জায়গায় প্রতিস্থাপন করা হবে এটি । সেই লক্ষ্যে ৫ লাখ রাইফেল উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছে ।
রাইফেল হস্তান্তরের কয়েকটি ছবি টুইটারে শেয়ার করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘ভারতীয় সেনাবাহিনীকে দেশীয়ভাবে তৈরি কিছু সরঞ্জাম ও সিস্টেম হস্তান্তর করা হয়েছে । ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবেলায় এই সিস্টেমগুলি সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়াতে সাহায্য করবে । এটি ভারতের ক্রমবর্ধমান আত্মনির্ভরতার দক্ষতার একটি উজ্জ্বল উদাহরণ ।’।