এইদিন ওয়েবডেস্ক,আলওয়ার(রাজস্থান),১৭ আগস্ট : মব লিঞ্চিংয়ের শিকার হলেন রাজস্থানের আলওয়ার জেলার (Alwar District) গোবিন্দগড় শহরের পাশে রামবাস ( Rambas) গ্রামের এক হিন্দু ব্যক্তি । ট্রাক্টর চোর সন্দেহে পেশায় শব্জি বিক্রেতা ৪৫ বছর বয়সী চিরঞ্জিলাল সাইনি (Chiranjilal Saini)নামে ওই ব্যক্তিকে পিটিয়ে মারলো মুসলিম জনতা । ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজন ও গ্রামবাসীরা ।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে,ঘটনাটি ঘটে গত রবিবার(১৪ আগস্ট ২০২২) । গোবিন্দগড় শহরের কাছে রামবাসের বাসিন্দা চিরঞ্জিলাল সাইনি ওইদিন সকালে শৌচকর্ম সারতে বাড়ির অদূরে খামারে গিয়েছিলেন । সেই সময় ২০-২৫ জনের একটি দল এসে আচমকা তাঁকে এলোপাথাড়ি কিল,চড়,ঘুঁষি মারতে শুরু করে । চিরঞ্জিলাল অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়লে লোকজন পালিয়ে যায় । এরপর গ্রামবাসীদের সহায়তায় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । কিন্তু সোমবার (১৫ আগস্ট ২০২২) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
জানা গেছে,ওইদিন আলওয়ারের সদর থানা এলাকা থেকে একটি ট্রাক্টর চুরি করে নিয়ে পালাচ্ছিল এক দুষ্কৃতী । পুলিশ ট্রাক্টরটি পিছু ধাওয়া করেছিল । সঙ্গে ছিল ট্রাক্টর মালিকসহ বেশ কিছু লোকজন । পুলিশ ও লোকজন মিলে একটা সময়ে ট্রাক্ট্ররটিকে প্রায় ঘিরে ফেলে । তখন ধরা পরার ভয়ে মাঠের মাঝে ট্রাক্ট্রর ফেলে চম্পট দেয় ট্রাক্টর চোর । আর তখন কিছুটা পাশেই খামার বাড়িতে শৌচকর্ম সারছিলেন চিরঞ্জিলাল । আর তাঁকে চোর ভেবে ট্রাক্ট্রর মালিকসহ উন্মত্ত জনতা পুলিশের সামনেই অমানবিকভাবে পেটাতে শুরু করে । ঘটনার পর দোষীদের গ্রেফতারির দাবিতে থানা ঘেরাও করে ক্ষিপ্ত গ্রামবাসীরা । মঙ্গলবার (16 আগস্ট 2022) সকালে মৃতের আত্মীয়স্বজন এবং গ্রামবাসীরা রামগড়-গোবিন্দগড় সড়ক অবরোধ করেন ।
জানা গেছে,হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য রামবাসের বাসিন্দা চিরঞ্জিলাল
। তিনি ঠেলা গাড়িতে করে শব্জি বিক্রি করতেন । মূলত সেই উপার্জনেই পরিবারে মোট ১১ জন সদস্যের অন্ন সংস্থান হত । এখন তাঁর মৃত্যুতে কার্যত পথে বসেছে গোটা পরিবারটি । নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ ও একজনকে চাকরি দেওয়ার দাবি তুলেছে গ্রামবাসীরা ।।