প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৬ আগষ্ট : শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় ইডি- গ্রেপ্তার করার পর থেকে শ্রীঘরে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । একই ভাবে গুরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে এখন সিবিআই হেপাজতে দিন কাটাচ্ছেন বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডল । আর এই দুই হেভিওয়েট তৃণমূল নেতার গ্রেপ্তারি নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল,আর এই পরিস্থিতির মাঝেই মঙ্গলবার ঘটা করে ’খেলা হবে দিবস’ পালন করলো রাজ্যের শাসকদল । পার্থ ও অনুব্রতর গ্রেফতারি নিয়ে মুখে কুলুপ এঁটেই,খেলা হবে দিবসে’ পূর্ব বর্ধমানের জামালপুরে সেলামাবাদের ফুটবল মাঠে ফুটবল খেললেন সদ্য মন্ত্রীত্ব পাওয়া প্রদীপ মজুমদার । খেলার ধারাভাষ্যও করলেন ।খেলার মাঠেসহ খেলোয়াড় হিসাবে পাশে পেলেন জামালপুর ও রায়না বিধানসভার বিধায়ক আলক মাঝি ও শম্পা ধারা এবং জেলাপরিষদের সহ- সভাধিপতি দেবু টুডুসহ তৃণমূলের অন্য জনপ্রতিনিধিদের ।
পৃথক পৃথক দুর্নীতি মামলায় তৃণমূলের দুই হেভিওয়েট ফেঁসে যাবার পরেও তৃণমূলের নেতা ও মন্ত্রীদের খেলায় মাতোয়ারা হওয়া নিয়ে কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছেন বিরোধীরা। কিন্তু তাতে আর কি যায় আসে । রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন খেলার মাঠে দাঁড়িয়েই জানিয়ে দিলেন,’রাজ্যের মুখ্যমন্ত্রী ’খেলা হবে দিবস’ পালনের বার্তা দিয়েছিলেন । সেইমত এইদিনটিতে খেলা হবে দিবস পালিত হল । খেলা হবে বারবার। সুযোগও আসবে আবার ।’।