এইদিন ওয়েবডেস্ক,১৫ আগস্ট : স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় ভারতের ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । স্বাধীনতা দিবসে ভারতীয় নেতৃত্ব ও জনগণকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘অনুগ্রহ করে ভারতের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকী উপলক্ষে আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন ।’ তিনি বলেন,’স্বাধীন উন্নয়নের কয়েক দশক ধরে ভারত অর্থনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং অন্যান্য ক্ষেত্রে সর্বজনীনভাবে স্বীকৃত সাফল্য অর্জন করেছে । বিশ্ব মঞ্চে ভারত যথাযথভাবে যথেষ্ট মর্যাদা উপভোগ করে এবং বৈশ্বিক সমস্যা সমাধানে গঠনমূলক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।’
পুতিন বলেন,’আমি নিশ্চিত যে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার স্বার্থে যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ জনগণের সুবিধার জন্য উৎপাদনশীল আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের পুরো পরিসরের আরও বিকাশ নিশ্চিত করব ।’
শুভেচ্ছা বার্তায় বিশেষ কৌশলগত অংশীদারিত্বের চেতনায় রাশিয়া-ভারতের সম্পর্ক বিকশিত হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। পুতিন বলেন, ‘রুশ ভারত সম্পর্ক বিশেষ এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের চেতনায় বিকশিত হচ্ছে। মস্কো এবং নয়াদিল্লি সফলভাবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে ।’একই সঙ্গে জাতিসংঘ, ব্রিকস, এসসিওসহ অন্যান্য বহুপাক্ষিক কাঠামোর মধ্যে দু’দেশ কার্যকরভাবে মিথস্ক্রিয়া করেছে বলে জানিয়েছেন পুতিন । তিনি দুই দেশের জনগণের সম্পর্ক সুদৃঢ় করার ওপরও জোর দিয়েছেন ।
পুতিন বলেছেন,’রাশিয়া ভারত সহযোগিতা প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনীতি, শান্তিপূর্ণ পরমাণু ও মহাকাশ অনুসন্ধান, শিক্ষা ও সংস্কৃতি আত্মবিশ্বাসের সাথে নতুন উচ্চতায় পৌঁছেছে । আমাদের ভারতীয় বন্ধুদেরকে তাঁদের জাতীয় ছুটির দিনে অভিনন্দন জানাই । আমরা আপনাদের শান্তি, সমৃদ্ধি এবং নতুন সাফল্য কামনা করি !’রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।।