এইদিন ওয়েবডেস্ক,১৫ আগস্ট : ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস । ব্রিটিশরা ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতকে স্বাধীন ঘোষণা করে সরকারের লাগাম ভারতীয়দের হাতে তুলে দেয় । কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন ১৫ আগস্ট দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল ? আসুন জেনে নেওয়া যাক স্বাধীনতা দিবস সম্পর্কীয় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ।
আসলে ব্রিটিশ পার্লামেন্ট লর্ড মাউন্টব্যাটেনকে ৩০ জুন ১৯৪৮ সালের মধ্যে ভারতীয় জনগণের কাছে ভারতের ক্ষমতা হস্তান্তর করার অধিকার দিয়েছিল । মাউন্টব্যাটেন ১৯৪৭ সালে ভারতের শেষ ভাইসরয় হিসেবে নিযুক্ত হন । আর মাউন্টব্যাটেনই ১৫ আগস্টকে ভারতের স্বাধীনতার তারিখ হিসেবে বেছে নিয়েছিলেন ।
১৯৪৭ সালের ৪ জুলাই ব্রিটিশ হাউস অফ কমার্সে ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয় । এই বিলে ভারতকে বিভক্ত করে পাকিস্তানকে আলাদা রাষ্ট্র করার প্রস্তাব করা হয়েছিল । বিলটি ১৯৪৭ সালের ১৮ জুলাই গৃহীত হয় । ১৪ আগস্ট দেশভাগ করে দেওয়া হয় । পরের দিন ১৫ আগস্ট মধ্যরাত ১২ টায় ভারতের স্বাধীনতা ঘোষণা করা হয় ।
ইতিহাসবিদ মনে করেন ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস বেছে নেওয়ার পিছনে মাউন্টব্যাটেনের সিদ্ধান্ত ব্যক্তিগত ছিল । মাউন্টব্যাটেন মানুষকে দেখাতে চেয়েছিলেন যে সবকিছু তার নিয়ন্ত্রণে । অন্যদিকে মাউন্টব্যাটেন এই দিনটিকে নিজের জন্য শুভ মনে করতেন । কারন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনী ১৫ আগস্ট ১৯৪৫ সালে আত্মসমর্পণ করেছিল । সেই সময়ে মাউন্টব্যাটেন ছিলেন মিত্র বাহিনীর কমান্ডার। আর এই কারনে তিনি ১৫ আগস্ট দিনটি স্বাধীনতা দিবস হিসাবে বেছে নেন । তাতে সায় দেন জহরলাল নেহেরুরা ।।