এইদিন ওয়েবডেস্ক,সুনামগঞ্জ ও নীলফামারী (বাংলাদেশ),১৫ আগস্ট : মুসলমানদের নবির অপমান নয়,এবার মুসলিম সমাজের বিয়ে নিয়ে মন্তব্য করার দায়ে এক হিন্দু যুবককে গ্রেফতার করল বাংলাদেশ পুলিশ । জানা গেছে, বাংলাদেশের সুনামগঞ্জের ছাতকে থানার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামের বাসিন্দা ওই হিন্দু যুবকের নাম চয়ন রায় । মুসলিম সমাজের বিয়ে নিয়ে একটি টিভি চ্যানেলের বিতর্কের ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল । আর তাতে মন্তব্যের জায়গায় নিজের মতামত লিখেছিলেন চয়ন । এটাই ছিল তাঁর অপরাধ । আর তার জেরে এলাকার কট্টরপন্থী মুসলিমরা ক্ষিপ্ত হয়ে ওঠে । ওই হিন্দু যুবকের উপর হামলাও পরিকল্পনা করে ফেলেছিল তারা । শেষে খবর পেয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনাস্থলে ছুটে যান । তিনি এলাকাবাসীকে শান্ত থাকার জন্য এবং কাউকে নিজেদের হাতে আইন তুলে না নেয়ার জন্য অনুরোধ করেন । পরে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদুর রহমান চয়ন রায়কে গ্রেফতার করেন ।
অন্যদিকে শনিবার সকালে নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারা ইউনিয়নের বড়গাছা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রসেনজিৎ রায় (১৮) নামে এক এইচএসসি প্রথম বর্ষের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে । বানিয়াপাড়া গ্রামের প্রসুনাথ চন্দ্র রায়ের একমাত্র সন্তান ছিলেন প্রসেনজিৎ । শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন । তারপর নিখোঁজ হয়ে যান । শনিবার সকালে বানিয়াপাড়ার সন্ন্যাসী মন্দিরে প্রসাদ খেয়ে ভক্তরা জল আনতে স্কুলে গেলে প্রসেনজিৎকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধন্দ্বে পুলিশ । তবে মৃতের পরিবারের সন্দেহ খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে প্রসেনজিৎকে । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।