এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),১৩ আগস্ট : স্বামী ও প্রতিবেশী এক ব্যক্তি ভিন রাজ্যে একই জায়গায় কাজ করেন । স্বামীর কাছে মোবাইল নেই । তাই প্রতিবেশী ব্যক্তির মোবাইলে ফোন করে স্বামীর খবরাখবর নিতেন গৃহবধু । আর তার জেরে ভয়ঙ্কর পরিণতি হল তাঁর । পরকীয়া সন্দেহের বশে বধুকে পিটিয়ে মেরে ঘরের মধ্যে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী ব্যক্তির পরিবারের লোকজনের বিরুদ্ধে । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিকচক থানার নিরঞ্জনপুর ভেষপাড়া এলাকায় । পুলিশ জানিয়েছে,নিহত গৃহবধুর নাম জুলি ঘোষ । শনিবার সকালে বাড়ির একটি ঘর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ । পরে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় । এদিকে পুলিশ আসার আগেই বেপাত্তা হয়ে যায় নিহত বধুর অভিযুক্ত দুখু ঘোষ ও তার পরিবারের লোকজন । পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,নিরঞ্জনপুর ভেষপাড়ার বাসিন্দা জুলি ঘোষের স্বামী সমীর ঘোষ রাজস্থানে শ্রমিকের কাজ করেন । তাঁদের তিন সন্তান । সন্তানদের নিয়ে বাড়িতে থাকতেন জুলিদেবী । অন্যদিকে জুলিদেবীদের বাড়ির পাশেই বাড়ি দুখু ঘোষদের । সমীর ঘোষের সঙ্গে একই জায়গায় কাজ করেন দুখু । সমীরের ভাই কার্তিক ঘোষ বলেন, ‘আমার দাদার কোনো মোবাইল ফোন নেই । দুখুর আছে । তাই দাদার খবরাখবর নিতে দুখুর মোবাইলে মাঝেমধ্যে ফোন করতেন আমার বউদি । এতে দুখুর স্ত্রীসহ পরিবারের লোকজন বউদিকে নিয়ে সন্দেহ করত । তাদের ধারনা দুখুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে আমার বউদি ।’ তিনি বলেন,’দিন দুয়েক আগে দুখু বাড়ি ফিরে আসে । তারপর বৃহস্পতিবার দুখু ও তার পরিবারের লোকজন মিলে আমার বউদিকে ব্যাপক মারধর করে । বউদিকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয় । শুক্রবার হাসপাতাল থেকে রিলিজ করে দেয় । আর এদিন শোবার ঘর থেকে বউদির ঝুলন্ত দেহ উদ্ধার হল ।’
জানা গেছে,প্রতিদিনের মত শুক্রবার রাতেও খাওয়া দাওয়ার পর তিন সন্তানকে নিয়ে নিজের ঘরে ঘুমতে চলে যান জুলি ঘোষ । এদিন সকালে তাঁর ছেলেমেয়ের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা গিয়ে ঘরের মধ্যে জুলিদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । কার্তিক ঘোষের অভিযোগ, ‘দুখু শাসিয়েছিল আমার বউদিকে খুন করার পরেই সে কাজে যোগ দেবে । আমাদের সন্দেহ দুখু ও তার স্ত্রী ও পরিবারের বাকি লোকজন মিলে আমার বউদিকে খুন করে ঘরে ঝুলিয়ে দিয়েছে ।’ পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে । তবে এদিন দুপুর পর্যন্ত এই ঘটনায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ ।।