এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৩ আগস্ট : রিলিজ হওয়ার দু’দিন পর ‘লাল সিং চাড্ডা’র করুন পরিনতি দেখে ছবির নায়িকা কারিনা কাপুর খানের ‘ঔদ্ধত্য’ তলানিতে এসে ঠেকেছে । তিনি ছবিটি বয়কট না করার জন্য অনুরোধ করেছেন । কিন্তু ছবিটির প্রচারের সময় কারিনা কাপুর খান বলেছিলেন, ছবিটি ভালো হলে ভালো সাড়া পাবে এবং সব প্রত্যাশা ছাড়িয়ে যাবে । বয়কটের মতো জিনিসগুলি একটি ভাল চলচ্চিত্রকে প্রভাবিত করে না । তিনি এটিকে (বয়কটকে) খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না বলেও জানিয়েছিলেন । অন্য একটি সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন যে তিনি বিতর্কগুলি সম্পর্কে মতামত প্রকাশের কোন প্রয়োজন আছে বলে মনে করেন না । বয়কট ট্রেন্ড প্রসঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘যে দেখতে চায় না, দেখবে না । ছবিটি দেখার জন্য তোমাকে কেউ জোরাজুরি করেনি ।’
উল্লেখ্য,’ফরেস্ট গাম্প’ (Forrest Gump) এর রিমেক ‘লাল সিং চাড্ডা’ হল হিন্দি কমেডি-ড্রামা মুভি । চিত্রনাট্য তৈরি করেছেন এরিক রথ(Eric Roth) এবং অতুল কুলকার্নি(Atul Kulkarni) । পরিচালক অদ্বৈত চন্দন । ছবিটর বাজেট ১৮০ কোটি টাকা । শনিবার সকাল পর্যন্ত ছবিটির রেটিং ছিল ২.৩ । মুক্তির দ্বিতীয় দিনে অর্থাৎ গত শুক্রবার (১২ আগস্ট ২০২২) মাত্র 12 কোটি টাকা আয় করেছে ছবিটি । দুই থেকে তিন’শ আসন বিশিষ্ট হলে ১০-১৫ জন করে দর্শককে দেখা গিয়েছিল । যার জেরে দেশের সিনেমা হল মালিকরা লাল সিং চাড্ডার প্রায় ১৩০০ শো বাতিল করে দিয়েছে । এই রকম ট্রেন্ড চললে স্পষ্টতই সুপার ফ্লপের দিকে এগিয়ে যাচ্ছে আমির খান ও করিনা কাপুর খান অভিনীত এই ছবটি ।
এই দেখে অভিনেত্রী দর্শকদের কাছে আবেদন জানিয়েছেন,’দয়া করে এই ছবিটি বয়কট করবেন না কারণ এটা সত্যিই ভালো সিনেমা বয়কট করার মতো নয় । লোকেরা এটির জন্য খুব কঠোর পরিশ্রম করেছে । আড়াই বছর ধরে এই ছবিতে কাজ করেছেন ২৫০ জন ।’ তিনি বলেন, ‘আমি চাই মানুষ আমাকে এবং আমিরকে পর্দায় দেখুক । তিন বছর হয়ে গেছে, আমরা অনেক অপেক্ষা করেছি। মানুষ যেন এই ছবি বয়কট না করে ।’।