জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),১২ আগস্ট : বিজেপির বিরুদ্ধে সিবিআই-ইডিকে অনৈতিকভাবে ব্যাবহারের অভিযোগ তুলে প্রতিবাদে মিছিল করল পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহর তৃণমূল কংগ্রেস । শুক্রবার বিকেলে গুসকরা বারোয়ারি তলা থেকে এই মিছিল শুরু হয় । গুসকরা বাসস্ট্যান্ড, স্কুলমোড়, পুরসভার হয়ে পুনরায় বারোয়ারি তলায় এসে শেষ মিছিল শেষ হয় । প্রবল বৃষ্টি সত্ত্বেও মিছিলে তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত । মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থান্ডার ও আউশগ্রাম-১ নং ব্লক সভাপতি সালেক রহমান , অরূপ সরকার, প্রশান্ত গোস্বামী, মলয় চৌধুরী, উৎপল লাহা, তন্ময় গোস্বামী, সৌম্যদীপ চ্যাটার্জ্জী, দেবাংঙ্কুর চ্যাটার্জ্জী, আইটি সেলের রবিনাথ আঁকুরে, পুরসভার ভাইস চেয়ারম্যান বেলি বেগম সহ অন্যান্য কাউন্সিলররা এবং গুসকরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জী । শাসকদলের মিছিল উপলক্ষে ছিল কড়া পুলিশি নিরাপত্তা ।
মিছিলের শেষে সংক্ষিপ্ত ভাষণে কুশলবাবু বিরোধী দলগুলোর বিরুদ্ধে সিবিআই ও ইডিকে লেলিয়ে দেওয়ার অভিযোগ তোলেন । তিনি বলেন, ‘আমাদের দল অন্যায়কে প্রশ্রয় দেয় না। কিন্তু রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে যেভাবে অকারণে আমাদের দলের নেতাদের বিরুদ্ধে সিবিআই বা ইডিকে ব্যবহার করা হচ্ছে সেটা কখনোই সমর্থন যোগ্য নয়।’ তাঁর কথায়,’এর আগে চিটফাণ্ড কাণ্ডে আমাদের দলের একাধিক নেতাকে গ্রেপ্তার করা হলেও তাদের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি । অথচ এক জনকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেছে অথবা চিটফাণ্ড কর্তা লিখিত ভাবে তার বিরুদ্ধে অভিযোগ করলেও তার কোনো তদন্ত হয় না । কারণ তিনি বিজেপি দলের সঙ্গে যুক্ত। সারা দেশে একই কাণ্ড ঘটছে। আমাদের প্রতিবাদ এই একপেশে সিদ্ধান্তের বিরুদ্ধে।’।