এইদিন ওয়েবডেস্ক,১২ আগস্ট : বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল বলিউড অভিনেতা আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’ । শত চেষ্টা করেও তিনি দর্শকদের সিনেমা ঘরমুখী করতে পারলেন না । বৃহস্পতিবার ছবিটির মুক্তির দিনে অধিকাংশ সিনেমা হল ফাঁকা পড়ে ছিল । ট্রেন্ড বুঝে শুক্রবার দ্বিতীয় দিনে অনেক শো বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা গেছে । একই দিনে রিলিজ হওয়া অক্ষয় কুমারের ‘রক্ষাবন্ধন’-এর অবস্থাও খুব একটা ভালো নয় । দুটি ছবিই বয়কটের ডাক দিয়েছেন সাধারণ মানুষ । বিশেষ করে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়ায় । পরিস্থিতি বুঝে অনেক সিনেমা হল মালিক দুটি ছবিরই শো কমিয়ে দিয়েছেন । সারা দেশে লাল সিং চাড্ডার ১৩০০ শো কমে গেছে বলে বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন থেকে জানা গেছে ।
প্রতিবেদন থেকে জানা গেছে,’লাল সিং চাড্ডা’ ও ‘রক্ষাবন্ধন’ ১০ হাজার শোসহ সারা দেশে মুক্তি পেয়েছিল । কিন্তু দুটি ছবিই দর্শক টানতে ব্যর্থ । রক্ষাবন্ধনের দিন অক্ষয় কুমারের ছবি দেখতে কিছু মানুষ সিনেমা হলে ভিড় জমালেও করুণ অবস্থা আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’র । বহু শোয়েতে মাত্র ১০-১২ জন করে দর্শককে দেখা গেছে । আর যার জেরে ‘লাল সিং চাড্ডা’ ছবির ১৩০০ শো এবং ‘রক্ষাবন্ধন’ ছবির ১০০০ শো কমানো হয়েছে বলে প্রতিবেদনে সুত্রে জানা গেছে ।
প্রসঙ্গত,আমির খানের ছবি ‘পিকে’ তে হিন্দু দেবদেবীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ । তার উপর দেশের মধ্যে কথিত ‘অসিষ্ণুতা’ নিয়ে আমিরের অসন্তোষ প্রকাশ করায় বহু মানুষ ক্ষুব্ধ । পরে পাকিস্থানপ্রেমী বলে পরিচিত মুসলিম রাষ্ট্র তুরস্ক সফর এবং তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে আমিরের সাক্ষাৎকার প্রকাশের পরই আগুনে ঘৃতাহুতি হয় । প্রতিবাদে আমির খানের সমস্ত ছবি বয়কটের ডাক দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় । একইভাবে অক্ষয় কুমারের হিন্দুদের পূজা পদ্ধতি নিয়ে মন্তব্যের কারনে ক্ষুব্ধ হিন্দুরা তাঁর নতুন ছবি রক্ষাবন্ধন বয়কটেরও ডাক দিয়েছিলেন বহু মানুষ । যার ফলে দুটি ছবির ব্যবসাতে ভাটা পড়েছে বলে মনে করা হচ্ছে ।।