এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১২ আগস্ট : একদিকে নিজের দেশের উইঘুর মুসলমানদের উপর অমানবিক অত্যাচার চালাচ্ছে চীন । অন্যদিকে তারা গোপনে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে সর্বোতভাবে সাহায্য করে ভারতকে ব্যতিব্যস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে । আর সেই উদ্দেশ্যে পর্দার আড়ালে থেকে ক্রমাগতভাবে জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী সংগঠনগুলোর মনোবল বাড়াচ্ছে চীন।পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে পাকিস্থানি সন্ত্রাসবাদীদের পক্ষে ভেটো দিয়ে তাদের সুরক্ষাও দিয়ে যাচ্ছে ।
জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন,চীনের সহায়তার কারনেই সীমান্তের ওপারে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে কিছুতেই রোখা যাচ্ছে না । কারন আইএসআই-এর মাধ্যমে চীন সন্ত্রাসবাদী সংগঠনগুলোর কাছে পৌঁছে দিচ্ছে অস্ত্রসস্ত্র,ড্রোনসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম । এদিকে খারাপ অর্থনৈতিক অবস্থা সত্ত্বেও শুধুমাত্র চীনের সহায়তার কারনে দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে লালন পালন করতে সক্ষম হচ্ছে পাকিস্থান । এনকাউন্টারে নিহত সন্ত্রাসবাদীদের কাছ থেকে চীনা অস্ত্র, সুড়ঙ্গে চীনা প্রযুক্তির ব্যবহার প্রভৃতি স্পষ্টতই চীনের জড়িত থাকার ইঙ্গিত দেয় ।
সুত্রের খবর,পাকিস্তানি সন্ত্রাসীদের চীনের সাহায্যের জোরালো প্রমাণ রয়েছে ভারতীয় সংস্থাগুলির কাছে । পাকিস্তান সীমান্ত ছাড়াও মিয়ানমার সীমান্তেও সশস্ত্র জঙ্গি গোষ্ঠীগুলিকে অস্ত্রসস্ত্র ও আশ্রয় দিয়ে সহায়তা করছে চীন । শুধু তাইওয়ান বা তিব্বতই নয়, ভারতসহ এশিয়ার বহু দেশের কাছে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে তথাকথিত কমিউনিস্ট রাষ্ট্র চীন ।।