এইদিন ওয়েবডেস্ক,১১ আগস্ট : আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’ হলিউড চলচ্চিত্র ফরেস্ট গাম্পের রিমেক। ছবিতে আমির খান একজন শিখের চরিত্রে অভিনয় করছেন, যিনি মানসিকভাবে অসুস্থ । দর্শকদের একাংশ এই ছবিটিকে হিট আখ্যা দিলেও ছবিটি নিয়ে দেশজুড়ে চরম বিরোধিতা হচ্ছে ।
এবার এই ছবিটি বয়কটের ডাক দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং অন্যতম সেরা স্পিনার মন্টি পানেসার । তিনি ছবিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘ফরেস্ট গাম্প মার্কিন সেনাবাহিনীতে ফিট করে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধের জন্য কম আইকিউ সহ পুরুষদেরও নিয়োগ করেছে। লাল সিং চাড্ডা ভারতীয় সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এবং শিখদের অপমান। বয়কট লাল সিং চাড্ডা ।’ তাঁর এই টুইটটি ভাইরাল হয়ে গেছে ।
প্রসঙ্গত,আমির খান ও করিনা খানের কিছু মন্তব্য নিয়ে দেশের কিছু সংখ্যক মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি । বিশেষ করে আমির খানের ‘পিকে’ ছবিতে হিন্দু দেবতাকে অপমান করা এবং দেশের মধ্যে কথিত অসিষ্ণুতা নিয়ে তাঁর মন্তব্যে ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের মানুষ । আর এই কারনে আমির খানের ছবি লাল সিং চাড্ডা বয়কটের ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়ায় । এরই মাঝে বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি । এখন এই বয়কট ট্রেন্ড কাটিয়ে ছবিটি লাভের মুখ দেখে কিনা সেটাই দেখার । তবে ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড ফিল্ম ফরেস্ট গাম্প ছবিটি সুপার হিট প্রমাণিত হয়েছিল। টম হ্যাঙ্কসের এই ছবিটি আয় করেছিল ৬৭ মিলিয়ন ডলার ।।