এইদিন ওয়েবডেস্ক,উদয়পুর(রাজস্থান),১১ আগস্ট : নূপুর শর্মাকে সমর্থন করার অপরাধে রাজস্থানের উদয়পুরের যে জায়গায় দর্জি কানহাইয়ালাল সাহুকে গলা কেটে নৃসংসভাবে খুন করেছিল দুই জেহাদি, ঠিক সেই জায়গায় দিয়ে মহরম মিছিল যাওয়ার সময় তাজিয়ায় কোনোভাবে আগুন ধরে গিয়েছিল । আর সেই আগুন নেভালো সেখানে বসবাসকারী হিন্দুরাই । শুধু তাইই নয়,তাজিয়ার পোড়া অংশ ঢাকার জন্য স্থানীয় এক হিন্দু মহিলাই এগিয়ে দিলেন তাঁর লাল রঙের একটি নতুন শাড়ি । সম্প্রীতির এমনই এক অনন্য নজির সৃষ্টি করলেন উদয়পুরের হিন্দুরা ।
জানা গেছে,মঙ্গলবার উদয়পুরের একটি মসজিদের পক্ষ থেকে মহরম উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়েছিল । তাজিয়া নিয়ে ওই শোভাযাত্রাটি শহরের মুচিওয়াড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । কিন্তু সন্ধ্যার দিকে কানহাইয়ালাল সাহুর দোকান থেকে প্রায় ৩০০ মিটার দূরে শোভাযাত্রা আসতেই বিদ্যুতের তার বা বাতি থেকে তাজিয়ায় আগুন ধরে যায় । তাজিয়ার উপর দিকের অংশ দাউদাউ করে জ্বলতে থাকে । যদিও আশেপাশের হিন্দু পরিবারগুলো কয়েক মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলে ।
স্থানীয় বাসিন্দা শ্যাম সুন্দর সোলাঙ্কি বলেন, ‘বাড়ির চারতলা থেকে জল ছুড়ে আমরা আগুন নেভাই । এরপর মুসলমানরা তাজিয়া ঢেকে রাখার জন্য লাল কাপড় চেয়েছিল । কিন্তু কারও কাছে লাল কাপড় ছিল না । তখন আমার বউদি রেখা তাঁর একটা নতুন লাল শাড়ি এনে তাদের হাতে তুলে দেয় ।’ পল্টন মসজিদ কমিটির সেক্রেটারি রিয়াজ হুসাইন বলেন,’যারা আগুন নিভিয়েছেন তাদের আমরা ধন্যবাদ জানাই । তাঁরা একটি দুর্দান্ত কাজ করেছেন ।’ উল্লেখ্য,এই জায়গাতেই গত জুন মাসের ২৮ তারিখে কানহাইয়ালাল সাহুর দোকানে খরিদ্দার সেজে ঢুকে তাঁকে গলা কেটে নৃসংসভাবে খুন করেছিল দুই মুসলিম ব্যক্তি । শুধু তাইই নয়, সেই নৃসংশ দৃশ্য নিজেদের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তারা । আর সেই নৃশংসতা ভুলে তাজিয়ার আগুন নিভিয়ে সম্প্রীতির নজির সৃষ্টি করল এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ ।।