এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,১১ আগস্ট : জম্মু ও কাশ্মীরে উরি ধাঁচের হামলা ব্যর্থ করল নিরাপত্তাবাহিনী । রাজৌরির দারহাল এলাকার পারগালে সেনা ক্যাম্পে প্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল দুই সন্ত্রাসবাদী । তবে এই হামলায় তিন সেনা শহীদ হয়েছেন ।এডিজিপি মুকেশ সিং বলেছেন,’দারহাল থানা থেকে ৬ কিলোমিটার দূরে অন্যান্য দলগুলিকেও ক্যাম্পের দিকে পাঠানো হয়েছে। দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে। এলাকায় তল্লাশি অভিযান চলছে ।’
উল্লেখ্য, জম্মুর পারগালে উরিতে ২০১৬ সালে হামলা চালিয়েছিল জইশ-ই-মোহাম্মদ-এর সন্ত্রাসবাদীরা । হামলায় শহিদ হয়েছিলেন ১৯ জন জওয়ান। প্রায় ৩০ জন জওয়ান আহত হয়েছিলেন । তবে পাল্টা হামলায় নিহত হয় চার সন্ত্রাসবাদী । একই সময়ে পিওকে প্রবেশ করে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারত । সেই অভিযানে সন্ত্রাসীদের লঞ্চ প্যাড ধ্বংস করা হয় ।
স্বাধীনতা দিবসের আগে জম্মু ও কাশ্মীরে হামলার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীরা । এদিন একই ধাঁচের হামলা চালিয়ে ভারতীয় সেনাকে বড়সড় ঘা দেওয়ার চেষ্টা করেছিল সন্ত্রাসবাদীরা । কিন্তু সন্ত্রাসবাদীদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয় । বুধবার মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় প্রায় ১২ ঘন্টার অভিযানে নিরাপত্তা বাহিনীর হাতে লতিফ রাথারসহ তিন লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসী নিহত হয়েছে। লতিফ রাথার কাশ্মীরি পন্ডিত তথা সরকারী কর্মচারী রাহুল ভাট এবং কাশ্মীরি অভিনেত্রী আমরিন ভাটসহ বেশ কয়েকজন সাধারণ মানুষকে হত্যার সাথে জড়িত ছিল । বাকি দুই সন্ত্রাসবাদীর পরিচয় এখনও পাওয়া যায়নি । ওই তিনজনের দেহের পাশ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার হয় । কাশ্মীর জোনের এডিজিপি বিজয় কুমার লতিফের হত্যাকে নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় সাফল্য বলে বর্ণনা করেছেন । পাশাপাশি একই দিনে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় ৩০ কেজি আইইডি উদ্ধার করে সন্ত্রাসবাদীদের বড়সড় নাশকতার ছক বানচাল করে দেয় নিরাপত্তা বাহিনী ।।