এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,১০ আগস্ট : করোনার পর ফের চীনের এক ভাইরাসকে কেন্দ্র করে ব্যাপক ভীতির সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে । প্রায় তিন ডজন চীনা নাগরিকের শরীরে ওই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে । জানা গেছে,ভাইরাসটির নাম নোভেল ল্যাঙ্গা হেনিপাভাইরাস (লেইভি) । চীনের পূর্বাঞ্চলের হেনান ও শ্যানডং প্রদেশে অন্তত ৩৫ জন নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হয়েছে । ওই সমস্ত রোগীরা জ্বর, অবসাদ ও কাশির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল । তারপর পরীক্ষা নিরীক্ষা করতেই ধরা পরে তারা সকলেই ল্যাঙ্গা ভাইরাসে আক্রান্ত ।
প্রসঙ্গত,২০১৮ সালে ভাইরাসটি শনাক্ত করা হয় । ছুঁচোর (ইঁদুরজাতীয় প্রাণী) শরীরে ভাইরাসটির উপস্থিতির কথা জানতে পারেন বিজ্ঞানীরা । চলতি মাসে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন সাময়িকীতে চীন, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের লেখা একটি চিঠি প্রকাশ করা হয় । ওই চিঠিতে লেইভি ভাইরাস আবিষ্কারের কথা প্রথম প্রকাশ্যে আসে । চিঠিতে বিজ্ঞানীরা বলছেন, পরীক্ষা করা ২৭ শতাংশ ছুঁচোর শরীরে ল্যাঙ্গা ভাইরাস শনাক্ত হয়েছে । ছুঁচোর মতো স্তন্যপায়ী হচ্ছে ল্যাঙ্গা ভাইরাসের প্রাকৃতিক আধার ।এছাড়া প্রায় ৫ শতাংশ কুকুর ও ২ শতাংশ ছাগলের শরীরে ভাইরাসটি পজিটিভ এসেছে । করোনা মহামারির পর নতুন এই ভাইরাস ঘিরে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বজুড়ে ।
তবে সিঙ্গাপুরের ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের গবেষক ওয়াং লিনফা বলেন,’এখনও পর্যন্ত যেসব ল্যাঙ্গা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে, তাদের অবস্থা গুরুতর নয় । এমনকি রোগটি তাদের জন্য প্রাণঘাতীও নয় । কাজেই রোগটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই ।’ তবে তিনি ভাইরাসটি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ।।