এইদিন ওয়েবডেস্ক,পুলওয়ামা(জম্মু ও কাশ্মীর),১০ আগস্ট : স্বাধীনতা দিবসে বড়সড় নাশকতার ছক কষেছিল সন্ত্রাসবাদীরা । কিন্তু সন্ত্রাসবাদীদের সেই ছক বানচাল করে দিল জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী । পুলওয়ামা শহরের সার্কুলার রোডে তাহাব ক্রসিংয়ের কাছে ২৫-৩০ কেজি আইডিডি উদ্ধার করেছে যৌথ বাহিনী ।
কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার বলেছেন,’গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী একটি বড় হামলার পরিকল্পনা বানচাল করে দিয়েছে । যারা আইইডি এনেছিল তাদের খোঁজ চলছে ।’ এদিকে আইইডি উদ্ধারের পর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে । এলাকায় যাতায়াতকারী প্রতিটি গাড়ি পরীক্ষা করে দেখা হচ্ছে । তল্লাশি চালানো হচ্ছে ব্যাগে ।।