প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ আগষ্ট : সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আপত্তিকর পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। ধৃতের নাম বিজয় মন্ডল ওরফে বিজয় মল্লিক।তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার কুড়মুন নতুনপল্লীতে । দেওয়ানদিঘী থানার পুলিশ মঙ্গলবার সকালে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে ।ভারতীয় দন্ডবিধির ৫০৫ নং ধারার ২ নং উপধারায় মামলা রুজু করে পুলিশ এদিনই ধৃতকে পেশ করে বর্ধমান আদালতে । তদন্তের প্রয়োজনে ধৃতকে ৪ দিন পুলিশী হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানান তদন্তকারী অফিসার । বিচারকের নির্দেশে ধৃত যবক যদিও শর্তাধীন জামিনে মুক্তিপায়। এই ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে শাসক ও বিরোধীদের রাজনৈতিক চাপানউতোর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,কুড়মুন নিবাসী যুবক বিজয় মণ্ডল মুখ্যমন্ত্রীর সম্পের্ক আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করছে বলে জানিয়ে স্থানীয় বাসিন্দা বাপন মল্লিক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে মামলা রুজু করে থানা। বাপনের অভিযোগ, ’এই ধরণের কুরুচিকর পোস্টের ফলে মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়েছে। এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে’। তদন্তে নেমে পুলিস পোস্টের স্ক্রিন শট সংগ্রহ করে। দেওয়ানদিঘি থানার হোমগার্ড তুহিন গুপ্তর মোবাইল থেকে সাইবার থানার সাহায্যে ফেসবুক থেকে ওই পোস্টের ভিডিও সংগ্রহ করা হয়। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়।
ঘটনা বিষয়ে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার মুখপত্র প্রসেনজিৎ দাস বলেন,’বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সম্পর্কে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টির জন্য বিরোধীরা প্রতিনিয়ত পরিকল্পিতভাবে এধরনের নোংরামি করছে।এমন কাজে জড়িত দোষীর উপযুক্ত শাস্তির দাবী আমরা জানাচ্ছি ।’ যদিও বিজেপি বর্ধমান জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র স্পষ্ট জানিয়ে দেন , ‘বিজেপি এই ধরনের ঘটনাকে প্রশয় দেয় না। সমর্থনও করে না।এমন ঘটনার সাথে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক এটা আমরাও চাই ।’।