দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ আগস্ট : মহরমের তাজিয়ায় চেন মাতন করতে গিয়ে বুকে খঞ্জর গেঁথে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার আনকোনা গ্রামে । খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাহিরুল শেখ (১৯) । উৎসবের দিনে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।
জানা গেছে,কেতুগ্রাম ১ ব্লকের আনকোনা গ্রামের রেদুরিয়া পাড়ার বাসিন্দা রেজিয়ান শেখ ও রশিদা বিবির দুই ছেলেমেয়ের মধ্যে বড় সাহিরুল শেখ । কলকাতায় একটি ব্যাগের কারখানায় কাজ করতেন সাহিরুল । মহরম উপলক্ষ্যে সম্প্রতি ছুটি নিয়ে বাড়ি এসেছিল । স্থানীয় সুত্রে খবর,প্রতি বছরের মত এবছরেও মহরমের তাজিয়া বের হয় আনকোনা গ্রামে । মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষ তাতে অংশগ্রহণ করে । তার মধ্যে বেশ কিছু যুবক চেন মাতন করার জন্য খঞ্জর নিয়ে এসেছিলেন । এদিন দুপুর নাগাদ গ্রামের মসজিদের কাছে তাঁরা মাতন করার সময় খঞ্জর বিঁধে যায় সাহিরুল শেখের বুকে । বুক দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে । ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সাহিরুল । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এদিকে একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন যুবকের বাবা-মা ।।