এইদিন ওয়েবডেস্ক,পাটনা,০৯ আগস্ট : বিজেপির বিরুদ্ধে জেডিইউকে বিভক্ত করার অভিযোগ তুলে এনডিএর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন নীতিশ কুমার । মঙ্গলবার বিকেল চারটে নাগাদ তিনি রাজ্যপাল ফাগু চৌহানের কাছে নিজের ইস্তফাপত্র তুলে দিয়ে আসেন । আর এরই সাথে বিজেপির সাথে জেডিইউএর দীর্ঘ প্রায় ৫ বছরের সম্পর্ক ছিন্ন হয়ে গেল । তবে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে মহাজোট গড়ে ফের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন নীতিশ কুমার । ক্ষমতা ভাগাভাগিও মোটামুটি ঠিক হয়ে গেছে । সুত্রের খবর,জেডিইউ রাজ্যে তিন নম্বর দল হওয়া সত্ত্বেও নীতিশ কুমার মুখ্যমন্ত্রী এবং তেজস্বী যাদব উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন । সমস্ত মন্ত্রকের কাজ হবে নীতিশ কুমারের বিশেষাধিকার। যদিও তেজস্বী যাদবের হাতে থাকতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে স্পিকার ও ডেপুটি মুখ্যমন্ত্রীর পদ আসতে পারে কংগ্রেসের হাতে । যদিও এ নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি ।
মঙ্গলবার জেডিইউ নেতাদের সঙ্গে বৈঠকে বিজেপিকে আক্রমণ করেন নীতীশ কুমার বলেন ‘বিজেপি সবসময় আমাকে অপমান করেছে ।জেডিইউকে বরাবরই নিকৃষ্ট মনে করে বিজেপি ।’ অন্যদিকে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন,’আমি এই (নীতীশের সিদ্ধান্ত) বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, তবে বিজেপি এমন কিছু করেনি যাতে বিতর্ক তৈরি হয় বা অনিশ্চয়তার সৃষ্টি হয় । জেডি(ইউ) তার নিজের মত করে সিদ্ধান্ত নেবে । তবে বিজেপি নীতীশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চায় ।’
উল্লেখ্য,নীতীশ কুমারের দল জেডিইউ-এর সঙ্গে বিজেপির দীর্ঘদিনের জোট ছিল । কিন্তু আরজেডি ও কংগ্রেসের সাথে সরকার গঠনের উদ্দেশ্যে ২০১৫ সালে সেই জোট ভেঙে বেড়িয়ে আসেন নীতীশ । পরে ২০১৭ সালে তেজস্বী যাদবের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে মহাজোট ভেঙে ফের তিনি বিজেপির সঙ্গে হাত মেলান । দীর্ঘ ৫ বছর পর ফের এনডিএ ছেড়ে মহাজোটের সঙ্গে হাত মেলালেন নীতীশ কুমার ।।