এইদিন ওয়েবডেস্ক,পান্ডবেশ্বর(পশ্চিম বর্ধমান),০৯ আগস্ট : গরু বাঁধতে গিয়ে ফেলে রাখা বোমা বিস্ফোরণে আহত হল এক যুবক । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পান্ডেবেস্বর থানার অন্তর্গত ভুরিগ্রামে । আহত যুবকের নাম ঝন্টু মণ্ডল । বিস্ফোরণে যুবকের বাম হাতের একাংশ উড়ে গেছে । তাঁকে উদ্ধার করে প্রথমে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় । সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় আসানসোল জেলা হাসপাতালে । স্থানীয় বাসিন্দা ও আহতের পরিবারের দাবি, এই ঘটনার আগের দিন তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃনমূলের মধ্যে যে সংঘর্ষের ঘটনা হয়েছিল সেই সময় এলোপাথাড়ি বোমাবাজি হয়েছিল । পরে পুলিশ এসে গেলে ওই বোমাটি ফেলে পালিয়ে যায় তৃণমূলের লোকজন । আর তার ফল ভুগতে হল একজন নিরীহ মানুষকে । পুলিশ জানিয়েছে, বোমাটি কোথা থেকে এল তা জানার চেষ্টা চলছে ।
জানা গেছে,ভুরিগ্রামে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে রবিবার তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃনমূলের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছিল । সেই সময় মুড়িমুড়কির মত বোমাবাজি হয় । সংঘর্ষে দু’জন আহত হয় । এই ঘটনায় ২৩ জনকে আসামি করে একটি স্বতঃপ্রণোদিত মামলা রজু করে পুলিশ । গ্রেফতার করা হয় দুপক্ষের ৭ জনকে । আর তার পরের দিন ঝন্টু মণ্ডল মাঠ থেকে গরু এনে গোয়ালের সামনে খুঁটিতে বাঁধতে গেলে খুঁটির নিচে পড়ে থাকা একটি বোমায় আচমকা বিস্ফোরণ হয় । বিস্ফোরণে তাঁর হাতে কব্জির পর থেকে বাকি অংশ উড়ে যায় ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,রবিবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ব্যাপক বোমাবাজির পর বোমার সন্ধানে বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ । তাই গ্রেফতারি এড়াতে কেউ ওই বোমাটি ঝন্টু মণ্ডলদের গোয়ালের সামনে ফেলে পালিয়ে গেছে । আরও অনেক বোমা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের । স্থানীয় বাসিন্দাদের দাবি,দুর্ঘটনা এড়াতে বোমার সন্ধানে গ্রামে ফের তল্লাশি চালাক পুলিশ ।।