এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ আগস্ট : ভোগী মানুষদের ধর্মাচরণের পথে আনার জন্য ‘টাকা মাটি মাটি টাকা’র বাণী শুনিয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব । আর ঠাকুরের সেই বাণীকেই পাথেয় করে জেল জীবনটা কাটিয়ে দিতে চাইছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় গ্রেফতার ‘ঘনিষ্ঠ প্রেমিকা’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুুল ধন সম্পদ উদ্ধারের পর পার্থ চট্টোপাধ্যায় এখন বস্তুকেন্দ্রিক জগত থেকে নিজেকে সরিয়ে আধ্যাত্মিক জগতে মনোনিবেশ করতে চাইছেন বলে মনে করছেন অভিজ্ঞ মহল । পাশাপাশি জেল জীবনের প্রতিদিনের অভিজ্ঞতার কথা লিপিবদ্ধ করার জন্য তিনি কারাগার কর্তৃপক্ষের কাছে কাগজ কলম চেয়ে পাঠিয়েছিলেন । সোমবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কন্যা সুকন্যা ভট্টাচার্য প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে ‘শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত’, ‘মহাশ্বেতা দেবী অমনিবাস’, ‘হাজার চুরাশির মা’ প্রভৃতি বই ছাড়াও কাগজ এবং কলম দিয়ে এসেছেন বাবার হাতে ।
ইডির বিশেষ আদালত গত শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে । তারপর থেকে আপাতত তার ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগারের এক নম্বর ব্লকের দু’নম্বর সেল । সেলের মধ্যে সম্বল বলতে ছোট একটা ফ্যান, কয়েকটা কম্বল । তবে স্থুলকায় পার্থর সুবিধার জন্য তাঁকে একটি খাট মঞ্জুর করেছে কারা কর্তৃপক্ষ । জেলে খাওয়া ঘুম-খাওয়া ছাড়া বিশেষ কোনো কাজ নেই । এছাড়া মাঝে মধ্যে জেরা করতে এলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্মকর্তাদের একঘেয়ে প্রশ্নের উত্তর দেওয়া । এই দু’দিনের একঘেঁয়েমি জীবনে কার্যত হাঁপিয়ে উঠেছেন তৃণমূলের এই দাপুটে নেতা । তাই কারাবাসের সময়টা তিনি ‘আধ্যাত্মচেতনা’য় মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন । জেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আনিয়ে নিয়েছেন ‘শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত’ । তবে বই পড়ায় কতটা তিনি মনোনিবেশ করতে পারছেন তা জানা যায়নি ।।