দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৮ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ঝিলু ২ পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান জিয়াবুর রহমানের বাড়িতে অস্ত্রভাণ্ডারের হদিশ পেল পুলিশ । গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে পুলিশ জিয়াবুরের বাড়িতে হানা দিয়ে নাইলনের ব্যাগ ও প্লাস্টিকের জার ভর্তি ৪৫ টি তাজা বোমা এবং একটি গুলি ভর্তি পাইপগানসহ তাঁকে গ্রেফতার করেছে । সোমবার ধৃতকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয় । পুলিশ জানিয়েছে, কি উদ্দেশ্যে বাড়িতে বোমা, আগ্নেয়াস্ত্র মজুত রাখা হয়েছে তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা চলছে । এদিকে বিপুল পরিমানে বিস্ফোরক উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
জানা গেছে,মঙ্গলকোট থানার বনপাড়া গ্রামে বাড়ি জিয়াবুর রহমানের । তিনি ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ঝিলু ২ পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের পদে ছিলেন । তবে বিগত বিধানসভা নির্বাচনের পর থেকেই দলের সঙ্গে তাঁর বিশেষ বনিবনা হচ্ছিল না । জিয়াবুর নিজের একটি পৃথক গোষ্ঠী তৈরির চেষ্টা চালাচ্ছিলেন বলে খবর । আর সেই কারনে এলাকায় নিজের প্রাধান্য বিস্তারের উদ্দেশ্যেই সে নিজের বাড়িত বোমা আগ্নেয়াস্ত্র মজুত করে রাখছিল বলে দাবি স্থানীয়দের একাংশের । উল্লেখ্য,মাসখানেক আগে ঝিলু ২ পঞ্চায়েতের উপপ্রধান হেকমত শেখেকে চাকরি করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ । বর্তমানে তিনি জামিনে মুক্ত । কিন্তু দলের নেতাদের এই প্রকার কীর্তিকলাপের চরম অস্বস্তিতে পড়েছে শাসকদল নেতৃত্ব । যদিও জিয়াবুর রহমানের সঙ্গে বর্তমানে দলের কোনো সম্পর্ক ছিল না বলে দাবি করেছেন মঙ্গলকোটের তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী ।।