এইদিন ওয়েবডেস্ক,জয়পুর(রাজস্থান),০৮ আগস্ট : রাজস্থানের একটি মন্দিরে ভিড়ের মধ্যে পড়ে পদদলিত হয়ে ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটল । আহত হয়েছেন শতাধিক পূণ্যার্থী । সোমবার সকাল ৫ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে পশ্চিম রাজস্থানের সিকার(Sikar) অঞ্চলে খাতু শ্যামজি মন্দিরে(Khatu Shyamji Temple)। রাজধানী জয়পুর থেকে প্রায় ১১৫ কিমি দূরে রয়েছে এই মন্দিরটি । জানা গেছে,মাসিক মেলার জন্য এদিন সকালে মন্দির প্রাঙ্গনে প্রায় এক লাখ পূণ্যার্থী জড়ো হয়েছিলেন । মন্দিরে পূজো দেওয়ার জন্য পূণ্যার্থীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন । সেই সময় মন্দিরে ঢোকার জন্য হুড়োহুড়ি পড়ে যায় । ফলে বহু মানুষ নিচে পড়ে যান । যার জেরে পদদলিত হয়ে তিনজনের পূণ্যার্থীর প্রাণহানি হয় । খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী যায় মন্দির প্রাঙ্গনে ।
পুলিশ জানিয়েছে,মন্দিরের বাইরে জড়ো হয়েছিল বিশাল জনতা । মন্দিরের গেট খুলতেই পূণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পরে যায় । সেই সময় একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন বলে জানা গেছে । যার ফলে তার পিছনে থাকা অন্যরাও পড়ে যায় । এই ঘটনায় তিন মহিলা প্রাণ হারান এবং দুজন আহত হয়েছেন ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনায় শোক প্রকাশ করে টুইট বার্তায় বলেছেন,’রাজস্থানের সিকারে খাতু শ্যামজি মন্দির কমপ্লেক্সে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় আমি দুঃখিত। আমার ভাবনা শোকাহত পরিবারের সাথে আছে । প্রার্থনা করি যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন ।’ পাশাপাশি ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ।।