এইদিন ওয়েবডেস্ক,বার্মিংহাম,০৮ আগস্ট : ইতিহাস সৃষ্টি করতে পারল না টিম ইন্ডিয়া । প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে শুরু হওয়া মহিলা ক্রিকেটে সোনা জয়ের স্বপ্ন অধরা থেকে গেল হরমনপ্রীত কৌরদের । ৯ রানে পরাজয় স্বীকার করতে হল ভারতকে । টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার মহিলা দল ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬১ রান করে। সর্বোচ্চ ৬১ রান করেন বেথ মুনি। একই সঙ্গে ২৬ বলে ৩৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক মেগ লেনিং।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়েছিল অস্ট্রেলিয়ার। অ্যালিসা হিলি ব্যক্তিগত ৭ রানের মাথায় রেণুকা সিংয়ের বলে এলবিডব্লিউ হন । অস্ট্রেলিয়ার রান তখন ৯ । বেথ মুনি ও অধিনায়ক মেগ লেনিং দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়েন। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ধাক্কা দেয় রাধা যাদব। দুর্দান্ত থ্রোতে ল্যানিংকে রান আউট করেন তিনি। ২৬ বলে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ৩৬ রান করেন লেনিং । তাহিলা ম্যাকগ্রাকে আউট করে অস্ট্রেলিয়াকে তৃতীয় ধাক্কা দেন রাধা যাদব । ব্যক্তিগত ২ রানে দীপ্তি শর্মার হাতে ক্যাচ তুলে দেন তাহিলা । এরপর অ্যাশলে গার্ডনার ১৫ বলে ২৫ রান, গ্রেস হ্যারিস ২ রান,ইলানা কিং ১৪ রান, জোনাসেন ৫ রান করে প্যাভেলিয়নে ফেরত যান । র্যাচেল হেইনস ১০ বলে ১৮ রানে অপরাজিত থাকেন এবং মেগান শুট এক রান করেন। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন রেনুকা সিং ও স্নেহ রানা । একটি করে উইকেট পান দীপ্তি ও রাধা । এদিকে উইকেট কিপিংয়ের সময় চোট পান তানিয়া ভাটিয়া । এরপর তার জায়গায় কনকশন রিপ্লেসমেন্ট (Concussion Replacement) হিসেবে দলে অন্তর্ভুক্ত হন ইয়াস্তিকা ভাটিয়া।
জবাবি ব্যাটিংয়ে ভারতীয় দলের শুরু ভালো হয়নি । মাত্র ২২ রানের মাথায় স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার উইকেট হারায় ভারত । মান্ধনা ৬ রানে ও শেফালি ১১ রানে আউট হন। এরপর জেমিমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রীত কৌর তৃতীয় উইকেটে ৭১ বলে ৯৬ রানের জুটি গড়েন । এই টুর্নামেন্টে যেকোনো উইকেটে এটাই ভারতের সর্বোচ্চ জুটি । ৩৩ বলে ৩৩ রান করে শুটের বলে বোল্ড হন জেমিমা। হরমনপ্রীত কৌর ৪৩ বলে ৬৫ রান করেন । তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা । গার্ডনারের বলে মুনির হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভেলিয়নে ফেরত যান হরমনপ্রীত । এরপর ম্যাচের রাশ চলে যায় অস্ট্রেলিয়ার হাতে । টানা দুই বলে দুই উইকেট নিয়ে ভারতকে আরও চাপে ফেলে দেয় গার্ডনার । শেষ তিন ওভারে ভারতের প্রয়োজন ২৮ রান। ১৮তম ওভারে ভারতের সংগ্রহ ১১ রান। এই ওভারেই ব্যক্তিগত ৮ রানের মাথায় রান আউট হন স্নেহ রানা। শেষ দুই ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৭ রান । ১৯ তম ওভারে ২ উইকেট হারিয়ে ভারত ছয় রান করেছে । ব্যক্তিগত ৫ রানে রান আউট হন রাধা যাদব । ব্যক্তিগত ১৩ রানের মাথায় শাটের বলে এলবিডব্লিউ হন দীপ্তি শর্মা । শেষ ওভারে ভারতের দরকার ছিল ১১ রান। কনকশন সাবস্টিটিউট ইয়াস্তিকা ভাটিয়া স্ট্রাইকে ছিলেন । কিন্তু টিম ইন্ডিয়া মাত্র এক রান করতে পারে। মেঘনা সিং এক রানে আউট হন এবং ইয়াস্তিকা দুই রান করেন। ১৫২ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস । ফলে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় হরমনপ্রীত কৌরদের।।