শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০৭ আগস্ট : পূর্বস্থলীর ছাড়িগঙ্গায় নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া আরও এক পর্যটকের দেহ উদ্ধার হল রবিবার দুপুরে । পুলিশ জানিয়েছে,নিহতের নাম সৈকত চট্টোপাধ্যায় (৪০) । নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর বাড়ি । বিদ্যুৎ দফতরের জুনিয়ার ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন ।
শনিবার বিকাল নাগাদ কৃষ্ণনগর থেকে ৪ জনের পর্যটক দল ছাড়িগঙ্গায় পরিযায়ী পাখি দেখতে এসেছিলেন । দলটি মদ্যপ অবস্থায় দাপাদাপি করার কারনে নদীর মাঝে নৌকাটি একদিকে কাত হয়ে যায় বলে দাবি করেছেন নৌকার মাঝি মদন পারুই । যার কারনে নৌকার সকলে জলে তলিয়ে যান । স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ায় মাঝি মদন পারুই ও দুই পর্যটককে জল থেকে উদ্ধার করতে সক্ষম হন । বৃদ্ধ মদনবাবু অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় । বর্তমানে তিনি নবদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন ।
এদিকে নিখোঁজ হয়ে যান সৌরভ ভট্টাচার্য (৪০) ও সৈকত চট্টোপাধ্যায় নামে দুই পর্যটক । তল্লাশি চালিয়ে শনিবার রাত ১০টা নাগাদ সৌরভবাবুর মৃতদেহ উদ্ধার হয় ছাড়িগঙ্গা থেকে । অন্য পর্যটকের সন্ধানে এদিন সকলে হতেই নদীতে নেমে তল্লাসি শুরু করেছিল ডিজাষ্টার ম্যানেজমেন্টের কর্মীরা । কিন্তু তাঁরাও ওই পর্যটকের হদিশ করতে পারেনি । তারা বিশ্রাম নেওয়া সময় স্থানীয় মৎসজীবিরা নৌকা নিয়ে ছাড়িগঙ্গায় তল্লাসি চালাতে শুরু করে । শেষে বিকেল প্রায় সাড়ে ৩ টে নাগাদ মাঝিরা ছাড়িগঙ্গার জল থেকে পর্যটকের নিথর দেহটি উদ্ধার করতে সক্ষম হয় । পরে মৃতদেহটি পূর্বস্থলী ব্লক হাসপাতালে আনে পুলিশ ।।