এইদিন ওয়েবডেস্ক,শ্রীহরিকোটা,০৭ আগস্ট : প্রথম ছোট উপগ্রহ লঞ্চ ভেহিকেল এসএসএলভি-ডি ১ উৎক্ষেপণ করে ইতিহাস সৃষ্টি করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) । রবিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয় । এসএসএলভি-ডি ১(SSLV-D1) স্যাটেলাইটটি ৭৫০ জন ছাত্র দ্বারা নির্মিত স্যাটেলাইট ‘আজাদী স্যাট’ এবং আর্থ অবজারভেশন স্যাটেলাইট-০২ (EOS-02)কে সঙ্গে নিয়ে গেছে ।
মাইক্রো-ক্লাস (EOS-02) স্যাটেলাইট ইনফ্রারেড ব্যান্ডে কাজ করে এবং উচ্চ স্থানিক রেজোলিউশনের (high spatial resolution) সাথে এতে উন্নত অপটিক্যাল রিমোট সেন্সিং রয়েছে । এর ওজন ১৪২ কেজি । এটির কার্যকাল ১০ মাস । পাশাপাশি ইসরো বিজ্ঞানীদের সহায়তায় স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীতে ভারতের গ্রাম্য এলাকার সরকারি স্কুলের মেয়ে শিক্ষার্থীদের নিয়ে তৈরি ‘আজাদী স্যাট’ একটি ৮ কেজির কিউবস্যাট । এটিতে ৫০ গ্রাম গড় ওজন বিশিষ্ট ৭৫ টি যন্ত্র রয়েছে । স্পেস কিডস ইন্ডিয়ার ছাত্রদের একটি দল একটি অন-আর্থ সিস্টেম ডিজাইন করেছে যা স্যাটেলাইট থেকে ডেটা গ্রহণ করবে। এই স্যাটেলাইটটি বন, কৃষি, ভূতত্ত্ব এবং জলবিদ্যার মতো ক্ষেত্রে কাজ করবে ।
প্রসঙ্গত,এসএসএলভি-ডি ১ দেশের সবচেয়ে ছোট রকেট। ১১০ কেজি ওজনের এসএসএলভি ৩৪ মিটার উচ্চতা ও ২ মিটার ব্যাস বিশিষ্ট । যেখানে ২.৮ মিটার ব্যাসের পিএসএলভি এর থেকে ১০ মিটার উচ্চ । এসএসএলভি ছোট স্যাটেলাইকে পৃথিবীর কক্ষপথের নিচের অংশে স্থাপন করতে সক্ষম । এসএসএলভি উৎক্ষেপণের মাধ্যমে শক্তিশালী পিএসএলভি ছোট উপগ্রহের বোঝা থেকে মুক্তি পাবে । কারণ এখন এসএসএলভি সেই সব কাজ করবে । এসএসএলভির আরও একটা সুবিধা হল সস্তা এবং কম সময়ে প্রস্তুত করা যায় । এটি মাত্র ৭২ ঘন্টার মধ্যে একত্রিত করা যেতে পারে। বাকি লঞ্চ ভেহিকেলে প্রায় দুই মাস সময় লাগে । এসএসএলভি-ডি ১ চালু হওয়ার পর বিদেশেও এর চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে ।
তবে উৎক্ষেপণ সফল হলেও মিশনের চূড়ান্ত পর্বে কিছুটা হতাশার মুখে পড়েছেন ইসরোর বিজ্ঞানীদের । ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেছেন,’সমস্ত পর্যায়ে প্রত্যাশিতভাবে পারফর্ম করার পর নির্দিষ্ট কক্ষপথেস্থাপন করা হয়েছে এসএসএলভি-ডি ১ স্যাটেলাইটটিকে । কিন্তু মিশনের চূড়ান্ত পর্বে কিছু ডেটা হারিয়ে যাওয়ার কারণে স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । ইসরোর মিশন কন্ট্রোল সেন্টার ক্রমাগত ডেটা লিঙ্ক পাওয়ার চেষ্টা করছে। লিংক স্থাপিত হলেই আমরা দেশকে জানাবো ।’।
ছবি : সৌজন্যে ট্যুইটার ।