এইদিন ওয়েবডেস্ক,০৭ আগস্ট : ইসলাম মৌলবাদের কট্টর সমালোচক বলে পরিচিত নেদারল্যান্ডসের সাংসদ গির্ট ওয়াইল্ডার্স (Geert Wilders) । নূপুর শর্মা ইস্যুতে ভারতে একের পর এক জিহাদি হামলা হোক বা বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ঘটনা- প্রতিক্ষেত্রেই মুখ খুলেছেন তিনি । কঠোর ভাষায় সমালোচনা করেছেন ইসলাম কট্টরপন্থী ও জিহাদি মানসিকতাকে । ইসলামি কট্টরপন্থী মানসিকতা থেকে সাবধান থাকার জন্য ভারতের হিন্দুদের বারবার সতর্কও করে গেছেন । ফের একবার এনিয়ে সতর্ক করে দিলেন গির্ট ওয়াইল্ডার্স । তিনি টুইটারে লিখেছেন,’ভুলে যাও রাজনৈতিক ধর্মনিরপেক্ষতার কথা,এটা আত্মহত্যার সামিল । ভারত এবং বাংলাদেশের হিন্দুদের জীবন ক্রমশ হুমকির মুখে । ভারতীয় সাহসী রাজনীতিবিদদের অবিলম্বে উগ্র মুসলিমদের হিংস্রতার বিরুদ্ধে কথা বলা উচিত এবং হিন্দুদের জন্য নিরাপত্তা দাবি করা দরকার ।’
এরপর তিনি লিখেছেন, ‘আমার প্রিয় ভারতীয় বন্ধুরা জেগে উঠুন,মহম্মদের ইতিহাস এবং তার উদ্দেশ্য জানুন । মহম্মদের হাদিস পড়ুন, সুনান আন-নাসায়ী, জিহাদের বই, অধ্যায় : ভারতের যুদ্ধ অভিযান : ৩১৭৪ এবং ৩১৭৫ ।’ এর সঙ্গে তিনি জিহাদের বইয়ের একাংশও শেয়ার করেছেন ।
দিন চারেক আগে গির্ট ওয়াইল্ডার্স লিখেছিলেন,’এটা শুধু সাহসী নুপুর শর্মার বিষয় নয়,এটা হিন্দুত্বের অস্তিত্বের বিষয়, বিজেপির সম্মানের বিষয়,মহম্মদ সম্পর্কে সত্য প্রকাশের ভয়ে আইন ভেঙে জনতার হিংসার রাস্তা বেছে নেওয়াটা মুসলমানদের দ্বিচারিতা ছাড়া আর কিছু নয় । আমার প্রিয় হিন্দু বন্ধুরা জাগো এবং ভারতকে আবার গর্বিত কর !’ তিনি আল কায়েদার নেতা আল জাওয়াহিরিকে খতম করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইসলামিক জিহাদের কমান্ডার থান তাইসির আল-জাবারীকে গাজা থেকে বের করে দেওয়ার জন্য ইসরায়েলের প্রশংসা করে লিখেছেন, ‘ইসলামিক সন্ত্রাসী এবং জিহাদিদের বিরুদ্ধে একটি অত্যন্ত সফল সপ্তাহ। ভাল করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল !’