শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),০৬ আগস্ট : মদ্যপান করে দাপাদাপি করতেই নদীতে উলটে গেল নৌকা । এই ঘটনায় নিখোঁজ ২ পর্যটক । শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর ছাড়িগঙ্গায় । নদীতে তলিয়ে যাওয়া দুই পর্যটকের সন্ধানে পূর্বস্থলী গ্রামপঞ্চায়েত ও পুলিশের উদ্যোগে হ্যালোজেন লাইট জ্বালিয়ে নদীতে তল্লাশি চালানো হচ্ছে । কিন্তু রাত পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি । জানা গেছে, নিখোঁজ দুই পর্যটকের নাম সৌরভ ভট্টাচার্য্য ও সৈকত চ্যার্টাজ্জী। তাঁদের বাড়ি নদীয়ার কৃষ্ণনগরে ।
স্থানীয় সুত্রে খবর,পূর্বস্থলীর চুপিতে ছাড়িগঙ্গায় বছর ভর প্রচুর পরিযায়ী পাখি থাকে । এদিন বিকেলে পরিযায়ী পাখি দেখতে কৃষ্ণনগর থেকে সৌরভ ভট্টাচার্য্য ও সৈকত চ্যার্টাজ্জীসহ ৪ জনের একটি দল এসেছিল পূর্বস্থলীতে । বাকি দু’জন হলেন তন্ময় সিংশর্মা ও তন্ময় মাঝি । ওই দলটি কাষ্ঠশালী ঘাট থেকে স্থানীয় মাঝি মদন পারুই এর নৌকায় ওঠেন ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,নৌকায় ওঠার পর থেকে ৪ পর্যটক মদ্যপান শুরু করেন । নেশা চড়তে নৌকায় রীতিমতো দাপাদাপি করতে থাকেন । নৌকাটি কুলতলির ঘাটের কাছে আসতেই টালমাটাল হয়ে একদিকে কাত হয়ে ডুবে যায় । ফলে মাঝিসহ ৪ পর্যটক নদীর জলে এসে পড়েন ।
জানা গেছে,স্থানীয় লোকজন নৌকার মাঝি ও দুই পর্যটককে দ্রুত জল থেকে তুলে ফেলেন । নৌকার মাঝি মদন পারুই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে পূর্বস্থলী ব্লক হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু বহু খোঁজাখুঁজি করে সৌরভ ভট্টাচার্য্য ও সৈকত চ্যার্টাজ্জী নামে ওই দুই পর্যটকের কোনো হদিশ করতে পারেনি স্থানীয় গ্রামবাসী । এরপর পঞ্চায়েত ও পুলিশের উদ্যোগে শুরু হয় তল্লাশি অভিযান।।