এইদিন ওয়েবডেস্ক,বার্মিংহাম,০৬ আগস্ট : কমনওয়েলথ গেমস ২০২২-এ ইতিহাস সৃষ্টি করার সুবর্ণ সুযোগ হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সামনে । ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ২০২২-এ সেমিফাইনালে পৌঁছেছে ভারত । আজ শনিবার ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের দলের মধ্যে সেমিফাইনাল ম্যাচ হবে। বিকাল সাড়ে ৩ টায় বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। টিম ইন্ডিয়া ম্যাচ জিতলে তারা ফাইনালে সোনার জন্য ম্যাচ খেলবে কিন্তু আজ যদি টিম ইন্ডিয়া ম্যাচ হারে তবে তারা রৌপ্য পদক পাবে । জিত বা হার যাই হোক না কেন ভারতীয় দল আজ ইতিহাস গড়বে এটা নিশ্চিত । হরমনপ্রীত কৌরের নেতৃত্বে টিম ইন্ডিয়ার কাছে সোনা জেতার সুবর্ণ সুযোগ রয়েছে এবং তার জন্য ভারতীয় দলকে মাত্র দুটি ম্যাচ জিততে হবে ।
ভারতীয় দল গ্রুপ-‘এ’তে দ্বিতীয় স্থানে রয়েছে এবং ইংল্যান্ড তাদের গ্রুপ ‘বি’-তে বাছাইপর্বের শীর্ষে রয়েছে । প্রথম সেমিফাইনাল শুরু হবে বিকাল সাড়ে ৩ টে এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের খেলা শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে দশটায় । উভয় ম্যাচই বার্মিংহামের এজবাস্টনে খেলা হবে । রবিবার(০৭ আগস্ট,২০২২) হবে স্বর্ণ ও ব্রোঞ্জ পদকের জন্য ম্যাচ । ওই দিন ব্রোঞ্জ মেডেলের ম্যাচ হবে দুপুর আড়াইটায় এবং স্বর্ণপদকের জন্য খেলাটি শুরু হবে রাত্রি সাড়ে ৯ টায় ।।