এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,০৫ জুলাই : সস্তায় ট্যাটু করাতে গিয়ে এইচআইভি সংক্রমণের শিকার হয়েছেন এক ডজনেরও বেশি যুবক-যুবতী । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীতে । জানা গেছে,ট্যাটু করানোর কয়েকদিন পর থেকেই ওই যুবক-যুবতীর দুর্বলতা এবং জ্বরের উপসর্গ শুরু হয় । চিকিৎসার জন্য তাঁরা হাসপাতালে যায় । কিন্তু কোনো ধরনের ওষুধ খেয়েও কোনো উপকার হয়নি । এদিকে দ্রুত ওজন হ্রাস হতে থাকে সকলের । শেষে এইচআইভি পরীক্ষা করাতেই সকলের পজিটিভ রিপোর্ট আসে । তাঁদের কাউন্সেলিং করানো হলে তখন জানা যায় ট্যাটু করানোর পর থেকেই তাঁদের শারিরীক অসুস্থতার লক্ষ্মণ শুরু হয়েছে ।
উল্লেখ্য,ট্যাটু শিল্পীরা যে ছুচ ব্যাবহার করেন তা তুলনামূলকভাবে দামি হয় । রাস্তায় ঘুরে ঘুরে যারা ট্যাটু করেন তাঁরা খরিদ্দার টানতে তারা কম রাখেন । আর তা পুষিয়ে নেন ছুঁচ না বদল করে । একটা ছুচই একাধিক খরিদ্দাদের শরীরে প্রয়োগ করেন তাঁরা । ফলে একজনের রোগ অপরের শরীরে সহজেই ছড়িয়ে পড়ে । বারাণসীর ওই যুবক-যুবতীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে । তাই পরিচিত কোনো দোকানে গিয়ে অভিজ্ঞ ট্যাটু শিল্পির কাছে ট্যাটু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ।।