এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ আগস্ট : যত দিন যাচ্ছে ততই শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় ধৃত তৃণমূলের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘ঘনিষ্ঠ বান্ধবী’র নতুন নতুন রহস্য উদঘাটন হচ্ছে । একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন সুত্রে খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবারে অর্পিতা মুখোপাধ্যায়ের এমন ৩১ টি এলআইসি পলিসির হদিশ পেয়েছে যাতে নমিনি রয়েছেন খোদ পার্থ চট্টোপাধ্যায় । এলআইসি নমিনি সাধারণত নিজের লোককেই করা যায় । এমতাবস্থায় পার্থ ও অর্পিতার ‘ঘনিষ্ঠতা’ নিয়ে ইডির মধ্যে সন্দেহের কোনো অবকাশ রইল না ।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, অর্পিতা মুখোপাধ্যায়কে পলিসি হোল্ডার করে এলআইসিতে বড় টাকা বিনিয়োগ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় । তার বেশ কিছু কাগজপত্র অর্পিতার বাড়ি থেকে উদ্ধার করেছে ইডি । ওই নথি থেকে ইডি জানতে পারে তাঁরা দু’জন ২০১২ সাল থেকে একে অপরকে চিনতেন । ২০১২ সালের পয়লা জানুয়ারী এপিএ ইউটিলিটি সার্ভিসেসের অধীনে একটি অংশীদারিত্বের চুক্তিতে করেছিলেন পার্থ ও অর্পিতা । এমনকি তাঁরা নগদ টাকা দিয়ে কিছু সম্পত্তিও কিনেছিলেন বলে সংস্থার কাছ থেকে জানতে পেরেছে ইডি । এযাবৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৫১ কোটি এবং ৫ কেজি সোনা উদ্ধার করেছে । কলকাতায় অর্পিতার একটি ফ্লাট থেকে একটি সেক্স টয়ও উদ্ধার করেছে ইডি ।।