এইদিন ওয়েবডেস্ক,হেরাত(আফগানিস্তান),০৪ আগস্ট : সন্ত্রাসবাদী সংগঠন তালিবান ক্ষমতায় আসার পর ভয়াবহ পরিস্থিতির মধ্যে কাটছে সেদেশের মানুষের । ক্ষুধা, হতাশা, বেকারত্ব এবং দারিদ্রের চরম সীমায় পৌঁছে গেছে সাধারণ আফগানি নাগরিকরা । সব থেকে করুন অবস্থা আফগান মহিলাদের । নারী অধিকারের অবনতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে ‘পৃথিবীতে সবচেয়ে খারাপ মানবিক সংকট’ বলে মনে করা হচ্ছে । স্ত্রী, কন্যাসন্তানের বিক্রির ঘটনা আকছার ঘটছে তালিবান শাসিত আফগানিস্তানে । এবার নিজের মা’কে ৪,৫০,০০০ আফগানি মূদ্রায় বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল এক যুবক । ঘটনাটি ঘটেছে পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে (Herat Province) । তালেবান হেরাত পুলিশ অফিস সুত্রের খবর,বৃহস্পতিবার ওই যুবক দুই সহযোগীর সাহায্যে নিয়ে তার মাকে বিক্রি করার চেষ্টা করছিল । সেই সময় তাদের ৩ জনকেই হেরাত প্রদেশের মীর দাউদ গেট( Mir Dawood Gate) এলাকা থেকে গ্রেফতার করা হয় । পুলিশ জানিয়েছে,নিজের অপরাধের কথা কবুল করেছে ওই যুবক । তবে মহিলাকে বিক্রি করার পিছনে কারন সম্পর্কে কিছু জানাতে চায়নি পুলিশ । কিন্তু অনুমান,অভাবের তাড়নায় ওই যুবক নিজের মা’কে বিক্রির ফন্দি এঁটেছিলেন ।
তবে এই প্রথম ঘটনা নয়,এর আগে উত্তর আফগানিস্তানের ফারিয়াব(Faryab) প্রদেশে একজন মাদকাসক্ত ব্যক্তি তার স্ত্রীকে বিক্রি করে দিয়েছে বলে খবর । তালিবান ক্ষমতা দখলের পর থেকে মানুষ ক্ষুধা নিবৃত্তির জন্য কন্যা, স্ত্রী এবং বাবা-মা সহ পরিবারের সদস্যদের পর্যন্ত বিক্রি করে দিচ্ছে । আর তার সিংহভাগ ঘটনা আড়াল করে দিচ্ছে তালিবান । মহিলাদের উপর অত্যাচার রোধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে আফগানিস্তানে । কারন মহিলা বিষয়ক মন্ত্রক (Ministry of Women Affairs) এবং আফগানিস্তান স্বাধীন মানবাধিকার কমিশন (Afghanistan Independent Human Rights) নামে দুটি মন্ত্রকের বিলোপ করে দিয়েছে তালিবান । এই দুটি মন্ত্রক জোরপূর্বক বিবাহ এবং কম বয়সী মেয়েদের বিবাহ রোধ করত । এখন ওই দুটি মন্ত্রকের কোনো অস্তিত্ব না থাকায় ক্ষুধার জ্বালায় নিজের শিশুকণ্যাকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে আফগানিরা।।