এইদিন ওয়েবডেস্ক,বার্মিংহাম,০৪ আগস্ট : বার্বাডোসকে ১০০ রানে হারিয়ে কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে উঠে গেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল । বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই দুরন্ত পারফরম্যান্স করেছে ভারতের মেয়েরা । ভারত ২০ অভারে বার্বাডোসের সামনে জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্য রেখেছিল । কিন্তু বার্বাডোস সেই লক্ষ্য টপকাতে পারেনি । ভারতের জেমিমা রদ্রিগেজ এবং রেনুকা সিং দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ।
তবে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি । দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান স্মৃতি মান্ধানা । তখন স্কোর বোর্ডে ছিল মাত্র পাঁচ রান। এরপর জেমিমা রদ্রিগেজ ও শেফালি ৭১ রানের জুটি গড়েন । বিশেষ করে শেফালী আক্রমণাত্মক ইনিংস খেলেন । তিনি ২৬ বলে ৭টি চার ও ১ ছক্কার সহায়তায় ৪৩ রান করেন । এরপর রান আউট হয়ে যান শেফালি ।
অধিনায়ক হরমনপ্রীত কোনও রান করতে পারেননি। প্রথম বলেই তিনি আউট হয়ে যান। তারপরেই মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফেরত চলে যান তানিয়া ভাটিয়া । এরপর দায়িত্ব নেন জেমিমা ও দীপ্তি শর্মা। দীপ্তি ২৮ বলে ৩৪ ও জেমিমা ৪৬ বলে ৫৬ রান করেন । ভারতের হয়েবদুর্দান্ত বোলিং করেছেন রেনুকা সিং। তিনি চার ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন । এছাড়াও মেঘনা সিং, স্নেহা রানা এবং রাধা যাদব ১টি করে উইকেট নিয়েছেন ।।