এইদিন ওয়েবডেস্ক,নরসিংদী(বাংলাদেশ),০২ আগস্ট : মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মর্মান্তিকভাবে মৃত্যু হল বাংলাদেশে ।সোমবার (০১ আগস্ট ২০২২ ) বিকেলে ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পৌরশহর সংলগ্ন হাজীপুর এলাকায় । নিহতদের নাম মিকুঞ্জ দাস (৪৫) ও সুমন দাস (২৫) । তাঁরা দু’জনেই হাজীপুর নয়াপাড়া এলাকার বাসিন্দা ।
জানা গেছে,প্রতিদিনের মতো সোমবারেও ৫-৬ জনের একটি দলের সঙ্গে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন মিকুঞ্জ দাস ও সুমন দাস । বিকেলের দিকে ঘন মেঘ করে । শুরু হয় মুশলধার বৃষ্টিপাত । তখন সকলে মিলে নৌকাগুলি বাঁশের খুঁটিতে বেঁধে ছাউনির ভিতরে বসে বৃষ্টি ছাড়ার প্রতীক্ষা করছিলেন । সেই সময় মিকুঞ্জদের নৌকায় বজ্রপাত হয় । আর তখন মেঘনা নদীতে পড়ে তলিয়ে যান সুমন । মিকুঞ্জ দাস নৌকার মধ্যেই নিস্তেজ অবস্থায় পড়ে থাকেন । স্থানীয়রা মিকুঞ্জকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । সুমন দাসকে উদ্ধারের জন্য ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল রাতভর তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পায়নি । শেষে মঙ্গলবার সকালে নদীতে ভেসে ওঠে ওই যুবকের মৃতদেহ ।।