এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০২ আগস্ট : আলকায়দা (Al Qaeda) প্রধান আয়মান আল-জাওয়াহিরিকে ( Ayman al-Zawahiri) খতম করল মার্কিন সেনা । রবিবার(৩১ জুলাই) ড্রোনের সাহায্যে আফগানিস্তানের কাবুলের একটি বাড়ির বারান্দায় আল-জাওয়াহিরিকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে । অপারেশন সফল হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Jo Biden) বলেন, ‘কাবুলে বিমান হামলায় আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন । বিচার হল । যেখানে যত সময় ধরে লুকিয়ে থাকো না কেন সেটা কোনো বিষয় নয়,বিষয় হল তুমি যদি আমাদের জনগণের জন্য হুমকি হয়ে থাকো তবে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক তোমায় খুঁজে বের করবে এবং খতম করে দেবে ।’ তবে এই অভিযানে কোনো সাধারণ মানুষের প্রাণহানি হয়নি বলে জানান তিনি ।
সন্ত্রাসবাদী আয়মান আল-জাওয়াহিরি মিসরের রাজধানী কায়রোতে জন্মগ্রহণ করেন । সেখানেই তিনি বড় হয়েছেন । আল কায়েদায় যোগ দেওয়ার আগে তিনি শল্য চিকিৎসক হিসেবে কাজ করতেন । ৯/১১ হামলার পর ওই বছর পাকিস্তানের অ্যাবোটাবাদের মার্কিন অভিযানে ওসামা বিন লাদেন খতম হলে আল কায়েদার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় জাওয়াহিরি । তারপর মার্কিন বাহিনীর হাত থেকে বাঁচতে দীর্ঘ দু’দশকের বেশি সময় ধরে পাকিস্থানসহ মুসলিম দেশগুলিতে আত্মগোপন করে থাকছিল ওই কুখ্যাত সন্ত্রাসবাদী । কিন্তু শেষ রক্ষা হলনা । ড্রোন হামলায় ওই সন্ত্রাসবাদীকে খতম করল মার্কিন সেনা। তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তালিবান । তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, ‘এটি ‘আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন । যুক্তরাষ্ট্রের এই ধরনের কর্মকাণ্ড বিগত দুই দশকের ব্যর্থ অভিজ্ঞতার পুনরাবৃত্তি ।’
প্রসঙ্গত,আমেরিকায় ৯/১১-র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলা জাওয়াহিরিরই মস্তিষ্ক প্রসূত বলে মনে করে আমেরিকা । তাই লাদেনকে খতম করার পর তাকে হন্যে হয়ে খুঁজছিল মার্কিন সেনা । কিন্তু ধুর্ত জাওয়াহিরি পাকিস্থানসহ মুসলিম রাষ্ট্রগুলিতে লুকিয়ে থাকছিল । গত বছর ৩১ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুলে পাকাপাকিভাবে থাকতে শুরু করে ওই কুখ্যাত সন্ত্রাসবাদী । তালিবানই তাকে আশ্রয় দিয়েছিল বলে সন্দেহ মার্কিন গোয়েন্দাদের ।।