এইদিন ওয়েবডেস্ক,০২ আগস্ট : ভারতের ভারোত্তোলক হারজিন্দর কৌর ২১২ কেজি তুলে ব্রোঞ্জ পদক জিতেছেন । কমনওয়েলথ গেমস ২০২২ -এ এটি ভারতের নবম পদক । হরজিন্দর কৌর মহিলাদের ৭১ কেজি বিভাগের স্ন্যাচে ৯৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৯ কেজি মিলে মোট ২১২ কেজি তুলে ব্রোঞ্জ পদক জিতেছেন । ইংল্যান্ডের সারা ডেভিস এই ইভেন্টে সোনা জিতেছেন এবং কানাডার অ্যালেক্সিস অ্যাশওয়ার্থ রৌপ্য জিতেছেন। বিভাগের ৯০ কেজিতে হারজিন্দরের প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় সফলভাবে তিনি উত্তোলনের পর তৃতীয় প্রচেষ্টায় ৯৩ কেজি উত্তোলন করেন। এরপর তিনি ক্লেইন অ্যান্ড জুর্গে ১১৩,১১৬ এবং তারপর ১১৯ কেজি সফলভাবে উত্তোলন করেন।
কমনওয়েলথ গেমস ২০২২-এ মূলত ভারতীয় ভারোত্তোলকরা দুর্দান্ত পারফরম্যান্স করছেন । ভারতের মোট ৯ টি পদকের মধ্যে ৭ এসেছে ভারোত্তোলন থেকে । মীরাবাই চানু, জেরেমি লালরিনুঙ্গা এবং অচিন্তা শুলি স্বর্ণপদক জিতেছেন । এদিকে বিন্দিয়ারানি দেবী রৌপ্য, হরজিন্দর কাউরে ব্রোঞ্জ, সংকেত মহাদেব রৌপ্য এবং গুরুরাজ পূজারি ব্রোঞ্জ জিতেছেন। ভারোত্তোলনে গতবার ৯ টি পদক জিতেছিল ভারত । এবারে সেই রেকর্ড ভাঙতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয় ।।